বৈশাখী রোদ
-শাহজালাল সুজন
≈≈≈≈≈≈≈≈≈≈≈
বৈশাখ মাসে আনাগোনা
রোদ বৃষ্টিতে খেলা,
তীব্র গরম প্রকৃতির গায়
ভাসে রোদের ভেলা।
কালো পিচের রাস্তাগুলো
নদীর মত লাগে,
কাছে গেলে দেখতে পাই যে
যেমন ছিল আগে।
সবুজ ঘেরা বনের ভাঁজে
চিরকুটে তাই লেখা,
দুঃখগুলো খাঁজে খাঁজে
পরশেতে দেখা।
বাদল গেছে ছুটি নিয়ে
মাথায় দিয়ে ছাতি,
আঁধার ঘেরা মেঘের গায়ে
পুড়ে দিবস রাতি।
মানবজীবন এই গরমে
অতিষ্টতায় ভোগে,
বৃষ্টির অভাব প্রাণীকুলে
তাই ধরেছে রোগে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি শাহজালাল সুজন। যিনি সুজন নামেই বেশ পরিচিত। তিনি ৩০শে ডিসেম্বর ১৯৯৪( ১৫ই পৌষ ১৪০১বাংলা) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কবির লেখা দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম , দৈনিক করতোয়া সহ অসংখ্য পত্রিকাতে প্রকাশিত হয়েছে।