বৈশাখী অসুখ
-আব্দুস সাত্তার সুমন
≈≈≈≈≈≈≈≈≈≈
কাটা ছেঁড়া গরম হাওয়া
রোদের আগুন তাপে,
জীবন যেনো থমকে গেছে
হতাশারী চাপে।
মাটি ফেটে আগুন বাতাস
উত্তপ্ত রয় খনি,
জাহান্নামের নিঃশ্বাস ছাড়ে
দেহ চায় যে পানি।
শীত-গরমে, বৈশাখ অসুখ
দেহে বাঁধে বাসা,
তরল খাবার খেতে হবে
সবার প্রতি আশা।
অগ্নিকুণ্ডে পুড়ে ছারখার
লোভের ক্রাশেতে মাপ?
দাবানলের অরণ্যয়ে
গাছপালা কেটে সাফ।
ক্ষমা করো প্রভু মোদের
যোগান দাও যে শক্তি,
দাহ গ্রাসে জ্বলছে দেশে
বিপদ থেকে মুক্তি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।