বঙ্গের গল্প

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

জীবনানন্দ ফিরবে কি আর

ফিরবে কি রবীন্দ্রনাথ কাজী নজরুল,

বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন

কোথা গেছে ওরা!

হয় না’তো দেখা বেগম সুফিয়া কামালের।

আসে না শরৎচন্দ্র,

আসে না কেহ পূর্ণিমা চাঁদ যেন

ঝলসানো রুটি নিয়ে আর।

আসে না নতুন কোন কবিতা নিয়ে

শরৎচন্দ্রের লেখা,

আমি নতুন কবি উত্তরসূরী তোমাদের।

ভালো লেগে ভালোবেসে

কোন অবসরে যদি পড়ো আমার

এ’কবিতা খানি কোন বাঙালি জনে,

তবে ভেবে নিও ধরে নিও

পূর্বসূরী কবিদের ছদ্মাবরণে এসেছি আমি

এক নতুন কবি।

বুঝিনা ধর্ম বর্ণ বুঝি শুধু

আমি বাঙালি আমি বাঙালি,

পুরনো দিনের স্মৃতি, স্মৃতিচারণে

তোমাদের রেখে যাওয়া প্রীতির রেখায়

লিখলাম এ’কবিতা খানি।

কে আছো বাঙালি পৃথিবীর যে কোন কোণে

তুমিও বলে দিও তুমিও বাঙালী অন্য জাতির কাছে।

আমাদের আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা সেন ,

ক্ষুদিরাম বসু, টিপু সুলতান, নবাব সিরাজ

আছে অতুল মহীয়সী বেগম রোকেয়া

আছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল

আছে বঙ্কিমচন্দ্র ,মহাকবি মাইকেল মধুসূদন,

নকশি কাঁথার মাঠ জুড়ে আছে

কবি জসীমউদ্দীন।

আমাদের আছে একুশে (২১শে)ফেব্রুয়ারি,

ভাষা শহীদ সালাম, বরকত ,রফিক, আব্দুল জব্বার

আছে জগতের মহাখ্যাতি তুল্য ঐতিহাসিক ৭ই মার্চ

আছে স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ

আছে মুজিবনগর দিবস ১০ই এপ্রিল,

গর্বিত আমি তাই—-

স্মরণীয় হয়ে আছে শহীদ বুদ্ধিজীবী দিবস

১৪ ই ডিসেম্বর,

আছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস।

আছে হাজার কালের শ্রেষ্ঠ মহা মহীয়সী বঙ্গ জননী

শেখ ফজিলাতুন্নেছা।

আছে আলোর দিশারী হয়ে হাজার কালের শ্রেষ্ঠ বাঙালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,

বঙ্গের গল্পের সাথে আমিও আছি মুক্তিযুদ্ধ লালনকারী

অতি ক্ষুদিজন।

পথে,পথের বাঁকে–

বঙ্গের অসহায় ক্ষণে তোমাদের যেন পাই

ব্যাকুল আকুলতায় দু’হাত বাড়িয়ে প্রত্যাশা করি।

বঙ্গে মাসির ঘরে ফিরে আসুক আবার ক্ষুদিরাম বসু

ফিরে আসুক কাজী নজরুল

ফিরে আসুক আবার উঁচিয়ে তর্জনি বজ্র মুজিব।

হে মুজিব,বিজয় দেখেছি ,স্বাধীনতা বুঝেছি

দেখিনি স্বচক্ষে তোমায়,

তাই হৃদয় ও মনে তৃষিত আমি তোমাকে এত বেশি চাই,

এত বেশি চাই।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, দক্ষিণ সালান্দর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*