যুবক

-অভিজিৎ হালদার

≈≈≈≈≈≈≈≈≈≈

আমি যুবক তোমার ভালোবাসায়।

আমি যুবক তোমার অবহেলায়।

আমি যুবক তোমার অপেক্ষায়

আমি যুবক তোমার অবজ্ঞায়।

যুবক বেঁচে থাকে যুবতীর প্রেমে

যুবক নিঃশ্ব হয় ভেঙে যাওয়া প্রেমে।

আমি যুবক প্রেমিক তোমার প্রেমে

আমি যুবক পথিক তোমার মরুভূমিতে।

এক যুবকের কথা বলছি – যুবকটি প্রেমিক পুরুষ

নীল জোয়ার চোখে ভাসে – নির্লজ্জ

দগ্ধ হয়ে যাওয়া হৃদপিন্ডেও গজিয়ে ওঠে প্রেম

কোন এক হলুদ বসন্তে পাখি ডাকা ভোরের গানে।

কথা বলছি – তুমি কথা রেখো ‘এই যুবকটির ‘ সাথে

চলে যেয়ো না দূরে

যেখানে গেলে হাত বাড়ালে পাওয়া যায় না তোমাকে

সেখানে যেয়ো না কখনও তুমি

আমি এখনও যুবক তোমার প্রেমে

আমি এখনও যুবক তোমার প্রতীক্ষায়।

কখনও কি ভেবে দেখেছো তুমি

তোমাকে যে ভালোবাসে তার থেকে দূরে থাকলে

প্রেম মরে যায় অভিমানে প্রেম মরে যায় দূরত্বে

এসব কি তুমি বোঝ !

প্রেমকে বুঝতে জানো কি তুমি ?

আমি এখনও যুবক তোমার প্রেমে

আমি এখনও প্রেমিক তোমার অপেক্ষায়।

তুমি পাখি পুষতে বলো প্রেমিকদের

আমি প্রেমিক হয়েও পাখি পুষি না

কেন জানো তুমি !

কারণ —– পাখি পুষলে প্রেম থাকে না

শুধু পোষ মানানোর বাহানা থাকে সেখানে

মুক্তির স্বাধীনতা তুমি বোঝ না

বোঝ না খাঁচার পাখির যন্ত্রণা

যদি বুঝতে তবে পাখি পুষতে বলতে না

বলতে পৃথিবীর সমস্ত খাঁচা থেকে পাখি মুক্তির সূএরেখা।

আমি যুবক আমি প্রেমিক আমি পথিক

তুমি যুবতী তুমি প্রেমিকা তুমি চাতিকা

শুধু শুধু ছেড়ে যেতে হয় অঢেল চলার পথ

অজস্র জন্ম ধরে আমি যুবক তোমার অপেক্ষায়

তুমি ভালোবাসা বোঝ না ! বোঝ এক আকাশ দূরত্ব

তবে কি আমি এখনও যুবক থেকে পৃথিবীর সমস্ত খাঁচায় বন্দী পাখিদের মুক্তি দিতে চেয়েছি !!

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার মাতা:- আরতি হালদার শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।

লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*