আমার চাওয়া

-খন্দকার আরশাদুল বারী

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

তুমি যদি চঞ্চল হও

আমি চাই তুমি তাই থেকো

কারণ আমি চাইনা বিয়ের পর

নতুন প‌রিবেশে তুমি মানিয়ে নাও।

তুমি যদি চাপা স্বভাবের হও

তবে আমি চাইবো তুমি

একটু খোলস ছে‌ড়ে দাও।

কারণ আমি চাই না তোমাকে

কেউ অহংকারী ভাবুক ।

কেননা দিন শেষে তুমি তো আমার!

কী লাভ ভাল‌বে‌সে য‌দি

আ‌মি তোমার না হ‌তে পা‌রি?

কী মা‌নে একটা সম্প‌র্কের য‌দি

অপ‌রি‌চিত হ‌য়েই কাটা‌তে হয় জীবন?

আ‌মি হ‌তে চাই তোমার প‌রিপূরক!

হা‌রি‌য়ে যে‌তে চাই তোমার চপল চা‌লে!

আ‌মি হ‌তে চাই তোমার আক‌াশ

যেখা‌নে থাক‌বে না কোন গ্রহণ!

যেখা‌নে তু‌মি উড়বে নিঃসঙ্কো‌চে

মুক্ত পা‌খির মতন।

তু‌মি চাই‌লেই যেখা‌নে

হ‌বে মৃদু বর্ষণ!

তু‌মি যা আ‌মি তাই চাই

তোমা‌কে ভে‌ঙ্গে নত‌ুন ক‌রে পে‌লে

তা‌তে তু‌মিই ‌তো হারা‌বে!

তু‌মি যেমন আ‌ছো, ছি‌লে

আ‌মি তেমনই তোমা‌কে চাই।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

পরিচিতি-

জন্ম ১৯৯২ সা‌লের ডি‌সেম্ব‌রের ১২ তা‌রি‌খে বে‌ড়ে ওঠা রংপুর জেলার পীরগঞ্জ উপ‌জেলার বউলবা‌ড়ি গ্রা‌মে। পড়াশুনা ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে, পেশায় একজন সরকারী কর্মচারী। লেখা‌লে‌খি বল‌তে তেমন কিছু না, একটু আধটু ক‌বিতা লি‌খি। সেগু‌লো আ‌দৌ ক‌বিতা হ‌য়ে ও‌ঠে কি না জা‌নিনা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*