চশমা
-দীপক রঞ্জন কর
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চশমাটা বড় বেয়াদব
ধরে সবার কানে
বড় ছোট নারী পুরুষ
কিছুই নাহি মানে ।
ডাক্তার মুক্তার আম-জনতা
সকলে তাই জানে
নাকের উপর বসে এসে
কানে ধরে টানে।
পড়ার তরে সবার আগে
সকলে তারে খুঁজে
চক্ষুর আড়াল হলে পরে
অভাবটা তার বুঝে।
বাবু বুড়ো জেঠু খুড়ো
আদরের সেই ধন
না পেলে হাতের কাছে
সবে দিশেহারা হন।
দাদু ঠাকুমার ভারী চশমা
হারিয়ে না যায় পাছে
ফিতে বেঁধে যত্ন করে
রাখে বুকের কাছে ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
নাম–দীপক রঞ্জন কর, জন্ম:-৩ রা জানুয়ারি ১৯৬৮ সাল পিতা: -কানাই লাল কর ,মাতা:- সন্ধ্যা রানী কর, গ্রাম- ছিনাই হানি, জেলা-পশ্চিম ত্রিপুরা .