মিছেই ভয় করি

-মোঃ হাবিবুর রহমান

∼∼∼∼∼∼∼∼∼∼∼

ভালো মন্দ সব’টা বুঝেই

নিন্দা গালি সবটা যুঝেই

যাই এগিয়ে বন্ধুর পথ ধরি

তবু, মিথ্যাদের মিছিল দেখে

মিথ্যারই পথ ধরি।

অবিচারে বন্ধ রাখি মুখ

না বুঝেই দিচ্ছি কারো দুখ

অপশক্তির পূজা করি

নির্যাতনের ভয়াল রূপটি দেখে

মিছেই কেন ভয় করি?

যা কিছু তা দেখি অন্ধের মত,

ন্যায় অন্যায় ঘটে চলছে যত

তবে কেন চক্ষু বন্ধ করি।

বললে আমার মুন্ডু কেটে নেয়

তাই, ভীষণ ভয় করি।।

অন্যায়, হোক না পরাক্রমশালী,

মুষল হেনে করবো ফালি ফালি,

আসো ন্যায়ের অস্ত্র ধরি।

অবশেষে বিজয় মোদের হবেই

কেন যে মিছেই ভয় করি।।

মিথ্যা হোক না খুবই শক্তিধর,

সত্য ল’য়ে হবোই অগ্রসর

সত্যেরই ঝান্ডা ধরি।

সাঁতার দিয়ে যাবো যে ওপাড়

তবে কেন ভয় করি।

চেতনার আজ করি জাগরণ

প্রতিরোধের নেবো আজি পণ।

এসো সত্যের বর্ম ধরি।

শক্তহাতে লড়বো যে প্রাণপণ

তবে, আর না ভয় করি?

বিবেক ঘরে দিচ্ছ তালা

শক্তির গলে পড়াও মালা

মিছেই ডাকো হরি হরি।

দুর্বলেরে আঘাত করে বেশি

আসো না, প্রতিবাদ করি।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

কবি মোঃ হাবিবুর রহমান। জন্ম ১৯৬১ সনের ২৫ অক্টোবর, মাদারীপুর জেলার সদর উপজেলাধীন কুমড়াখালী গ্রামে। গ্রামেই বেড়ে ওঠা, গ্রামের পাঠ শেষ করে দর্শন শাস্ত্রে সম্মান ও এমএ ডিগ্রী অর্জন করি। ঈষাখাঁ’র রাজধানী সোনারগাঁয়ের মেয়ে বিয়ে করি। আমাদের একটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে চাকরি করেছি। অবসরে আছি। তাই, কবিতা ও গল্প লিখি। বর্তমানে ঢাকা শহরে শেওড়াপাড়া এলাকায় অবসর জীবন কাটাচ্ছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*