কালবৈশাখী ঝড়

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

সৃষ্টি কর্তার সৃষ্টি প্রকৃতিই তার দান এতে ও কুদৃষ্টি,

কেন এত দুর্যোগ তোমার প্রকৃতির একি লীলা ।

কালবৈশাখীর ঝড় উথাল পাতাল এক নিমেষে ছাড়খার,

মানুষের স্বপ্ন ভেঙে ঘর বাড়ি ভেঙে সবকিছু ধুলিসাৎ ।

মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায় চারিদিকে,

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আকাশ কালো করে,

প্রকৃতির কি খেলা হাহাকার চারিদিকে,

কাঁপছে আকাশ, কাঁপছে গাছপালা প্রকৃতি তোলপাড়ে।

কালবৈশাখীর তাণ্ডবে সব ভেঙে চুরমার,

পাখিদের বাসা ভেঙে গেছে উড়ছে আকাশে।

ভেঙে গেছে গাছপালা নিয়েছে ঘরের ছাদ কেড়ে,

আকাশ কেঁপে ঝড় উঠেছে সবাই আছে আতঙ্কে।

কালবৈশাখী ঝড়ে গাছ পালা ভেঙে চুরমার,

ঝড়ের হাওয়ার বেগে কত বাড়িঘর ভেঙ্গে পড়ে।

বসন্তের শেষে চৈতী হাওয়ায় প্রকৃতির ভয়ঙ্কর রূপে,

ঝড়বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্রকৃতির তাণ্ডবের লীলা কালবৈশাখী।

কত লোকের প্রাণ কেড়েছে, এই কালবৈশাখীর ঝড়ে,

রাস্তায় পড়ে আছে বিদ্যুৎ খুঁটি কারো ভাঙা ঘর।

ঘর ছাড়া লোকের থাকা খাবার সংস্থান ত্রাণ শিবিরে,

কালবৈশাখীর ঝড়ে কেড়ে নিল প্রাণ কেড়ে নিল বাড়িঘর।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

শান্তি দাস

বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা-এম এ

( এডুকেশন )

আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*