সমতার বন্ধন

-মাজেদুর রহমান

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কি লাভ অসত্যের অবৈধ রাজা হয়ে ?

সমতার দৃঢ় বন্ধন বুঝি যাচ্ছে ক্ষয়ে !

ভয়ে শঙ্কিত মন , স্বীয় সম্মান রক্ষায়,

আচরণ দেখে ঢাকি মুখ , লোক লজ্জায়।

সজ্জায় নব রূপ , ধুপ যেনো গন্ধ-হীন,

তালা বন্ধ হৃদয়, পড়ে আছে ভাংগা বীণ।

দিন দিন বাড়ে জ্বালা, মালা পুস্প শুকায়,

অতি নিভৃত চয়নে, আপন বেদনা লুকায়।

শতো সাধনার ফল , কেন নিশ্চল তব আজ,

হিংসায় নয়ছয় মন , সাজে লজ্জিত সাজ।

মনো ভাঁজে আঁকা , বাঁকা মিশন তোমার,

প্রজা সীমিত রাজ্যে , তুমি রাজার কুমার।

জমার হিসাব খানা , হৃদয়ে দিচ্ছে হানা,

দানা বাঁধে হিংসা, একথা ছিলোনা জানা।

অনুনয় করে বলি , ছেড়ে দাও দ্বন্দ্ব,

সমতার ছায়া তলে , খুজে নাও ছন্দ।

অন্ধ সুখের আশে , সুজন রইবে পাশে,

সমতার নেই জোর , ব্যস্ত আপন চাষে।

ভাসে মন উল্লাসে , প্রকাশে ভীষণ রাগ,

রয়ে যায় চিরদিন , হৃদয়ের ক্ষত দাগ।

ভাগ যোগ সারাক্ষণ , নেই কোনো অবকাশ,

অপলক চেয়ে থাকা , নিয়তির পরিহাস।

ভেদাভেদ ভুলে যাই , থেমে যাক ক্রন্দন,

হৃদ মাঝে টিকে থাক , সমতার বন্ধন।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি মোঃ মাজেদুর রহমান ২৬ শে নভেম্বর ১৯৭৪ ইং সালে দিনাজপুর জেলার সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রমে জন্মগ্রহন করেন। পিতাঃ মৃত আলিমউদ্দিন সরকার, মাতাঃ মোছাঃ লুৎফন নেছা। তিনি ২০০১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৩ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক পদে নিযুক্ত আছেন। তাঁর লেখা অনেক কবিতা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। লেখালেখি, ভ্রমন ও বৃক্ষরোপন করা তাঁর সখের কাজ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*