সংসারের আলো

-মালা রানী পাল

∞∞∞∞∞∞∞∞

কি হবে রে ছেলে সন্তান দিয়ে

মেয়ে নিয়ে আছি ভালো ,

অনেকে ভাবে ছেলেরা হলো

ভবিষ্যত সংসারের আলো ।

আমি বলি ভুল কথা এটা

মেয়েরা জ্বালায় আলো সংসারে ,

একটি সংসারের আলো নয়

দুটি সংসারের ঘরে ।

বাপের ঘরে আলো জ্বালিয়ে

যায় পরের ঘরে ,

পরের ঘরে আলো জ্বালায়

সারাটি জীবন ভরে ।

এই কথাটা বললো আমায়

পাশের বাড়ির মাসি ,

মেয়ে নিয়ে সে ভালো আছে

সংসারে হাসি খুশী ।

দেখ না চেয়ে বিশম্ভর বাবুর

তিন তিনটা ছেলে ,

বুড়ো বয়সে কাটাতে হচ্ছে

বৃদ্ধাশ্রমের সেলে ।

আমায় তারা টিটকিরি দিতো

হয়েছে আমার মেয়ে ,

মেয়ে আমার বড় ডাক্তার

সুখী তাকে নিয়ে ।

হেলা ফেলা কখনো তোরা

করিস না মেয়েদের নিয়ে ,

মেয়েরা হলো ঘরের আলো

সুখে থাকবি তাদের নিয়ে ।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

মালা রানী পাল

পরিবার কল্যান পরিদর্শিকা

পরিবার পরিকল্পনা বিভাগ

নালিতাবাড়ী , শেরপুর

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*