আমি প্রাক্তন
-ইন্দিরা দত্ত
≈≈≈≈≈≈≈≈≈≈≈
প্রাক্তন হয়েছি আমি কী করি উপায়!
যেথা আছো ভালো থেকো প্রাণ মোর যায়।
মনে কি পড়ে না প্রিয় ছিল যত প্রীতি,
দু’জনেতে কুঞ্জবনে করিতাম গীতি।
আজ তবে কেন মোরে দিলে হায় ক্ষত,
ভুলিতে পারি না তাই কাঁদি অবিরত।
মুখোশের আড়ালেতে করে অভিনয়,
বেদনার বালুচরে হল হৃদি ক্ষয়।
প্রেম জানি মূল্যহীন ছিলো তব কাছে,
বিরহ প্রেমের জ্বালা হৃদি মাঝে আছে।
বন্ধুত্ব চেয়েছিলেম দিলে না তো হায়,
সারাটা জীবন ছুটি, পাগলিনী প্রায়।
জানি জানি প্রিয়তম ছিল মিথ্যা প্রেম,
স্বর্গীয় প্রেমের ডালি নিকষিত হেম।
বোকা আমি দিয়েছিনু প্রেম উপহার,
একাকিত্বে ভাসি আজ দিন করি পার।
তিলে তিলে মরি আমি পড়ে দীর্ঘশ্বাস,
প্রাক্তনের নাম নেবে দাওনি আভাস।
জীবনের সব গ্লানি রাখি হৃদে আমি,
অভিমানে মুক্তি চাহি আমি দিবাযামী।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি ইন্দিরা দত্ত। গৃহ শিক্ষিকা ও গৃহবধূ। বেলা শেষে এসে একাকীত্ব কাটাতে কলম ধরা। আমি নাচ গান আবৃত্তি করতে ও শুনতে খুব ভালোবাসি। এটা ভালো ভালো লেখক ও কবিদের কবিতা পড়তে ভালো লাগে।
পিতার নাম- ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস।
মাতার নাম – বীণাপানি বিশ্বাস
স্বামীর নাম – উৎপল দত্ত