অনুভবে খুজি তাঁকে
-যীশু পদ আচার্য্য
≈≈≈≈≈≈≈≈≈≈
যে আমাকে মন থেকে বুঝতে চেয়েছিলো,
আজ আমি তাঁকেই চাই,
যে তাঁর ভালোবাসায় আমায় জড়াতে চেয়েছিলো
এই জীবনে যেন তাঁকে খুজে পাই।
দিনের শেষে পাখিরা যেমন
ঘুরে ফিরে আপন নীড়ে যায়,
ক্লান্ত দেহে ঘরে ফিরে আমি যেন
তাঁর আচঁলের পরশ পাই।
আজ আমার তাঁকে খুব প্রয়োজন
যখন, ঘরে ফিরি তখন, আমার দেহ অবশ প্রায়,
আমার ক্লান্ত দেহের ঘামে ভেজা শার্টটি তখন
সে পুলকিত মনে খুলে দিবে তাই।
যে কিনা খাবার তৈরী করে বলবে আমায়
এই খাবে এসো? টেবিলে আছে সব আয়োজন
আমার মনের ব্যাথিত কথাগুলো বলবো তাঁকে,
তাইতো আজ তাঁকে আমার খুব প্রয়োজন।
মন বলে আজো, সে আমায় আমায় খুঁজে,
যদি সে পেতো আমায় করতো সব আয়োজন,
প্রকাশিত হতো তাঁর জমানো মনের যত ব্যাথা,
তাইতো তাঁর কথাগুলো শুনতে তাঁকে বেশী প্রয়োজন!!
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ-
যীশু পদ আচার্য ১৯৭২ সালের ৩রা জানুয়ারী চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত পোপাদিয়া গ্রামে হিন্দু ( ব্রাক্ষণ) পরিবারে জন্মগ্রহন করেন। পিতার নাম- সৌরভ কুসুম আচার্য মাতার নাম- সুমিতা আচার্য। সহধর্মিণী বেবী আচার্য। ছেলে- প্রত্যয় আচার্য পাপন ও মেয়ে- প্রপ্তী আচার্য পিউ
বর্তমানে নারায়নগঙ্জের বিশিষ্ট শিল্পপতি, বিকেএমইএর পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনদরদী, সমাজ সেবক এবং শিক্ষানুরাগী জনাব মাসুদুজ্জামান স্যারের প্রতিষ্ঠান মডেল গ্রুপে এডমিন এইচ আর ডিপার্টমেন্টে শ্রদ্ধেয় ডিজিএম অরুপ কুমার সাহা স্যারের তত্তাবধানে এডমিন এইচ আর অফিসার পদে কর্মরত রহিয়াছে। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য সংস্কৃতির থিয়েটার নাটক এর মধ্যে বেড়ে উঠেছেন