উত্তপ্ত আবহাওয়া
-অনিল কুমার পাল
∞∞∞∞∞∞∞
ঠান্ডা শীতল হাওয়া খুঁজে পায় কোথা,
তপ্ত দহন যায় না সহন খুঁজি জল আসে যেথা।
শান্তির পরশ পায়না সরস তৃষ্ণায় বুক ফাটে ,
সাধারণ হয়েছে অসাধারণ পারদ ওঠা নামায় কাটে।
কলস হয়েছে ফাঁকা সর্ব নিম্নস্তরে জল,
উঠছে না কোনমতে চাপিয়ে কল।
লেখাপড়ায় পরল ছেদ পড়ুয়াদের বিদ্যাপীঠ বন্দ,
আবহাওয়া অফিস দিচ্ছে জানান নয়তো মন্দ।
বৈরী আবহাওয়ার কবলে বিশ্বায়নের যুগে,
পরিত্রাণের উপায় কোল্ড স্পেস তৈরীর সুযোগে।
তপ্ত দহন লূবায়ু করছে সবাই কে নাকাল,
চৌচির মাঠ কৃষকের মাথায় হাত আসবে কি আকাল?
মেঘের আনাগোনা যায় না দেখা জলীয় বাষ্পের যাচ্ছে কোথা,
লু হাওয়ায় যায় না ঘরের বাইরে যাওয়া ভাবনা গুলো তাইতো যথা।
হিমালয়ের বাধা পেয়ে কালবৈশাখী আসবে ধেয়ে,
ঈশান কোণের মেঘে ঝড়ঝঞ্চায় লন্ডভন্ড সর্বনাশা আসবে বয়ে।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল ,মাতা মৃত রেনুবালা পাল।তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন। তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশিত হয়েছে এবং জাতীয় পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। অবসর সময়ে অনলাইনে লেখালেখি করে থাকেন।