অতিষ্ঠ জীবন
-সত্যজ্যোতি রুদ্র
∞∞∞∞∞∞∞∞∞∞∞
বৈষয়িক চিন্তা বিষিয়ে তুলছে
অতি সাধারণ জীবন,
বাঁচার ইচ্ছেরা ফুরিয়ে ধুঁকছে
গুনছে কেবল মরণ।
কালকেতে এটা পরশুতে সেটা
কোনোটা’য় নাই হিসাব,
জ্বালায়-পোড়ায় অতিষ্ঠ জীবন
মেলে না হিসাব-কিতাব।
বিষাদ অনলে পুড়ছে শরীর
পুড়ছে মনের ভাষারা,
জীবন নাশের হুমকিতে ক্রমে
ভ্রমিছে মনের আশারা।
নীতিহীন থেকে নেতিবাদ শেখে
লিখছো বিবিধ রচনা,
নীতির ধারাটি বিশদ না জেনে
কেবল রচিছো বন্দনা।
দাম দিয়ে কত দাম পেলে কত
ভেবেছো কতটা দিয়েছো?
পেটে দিলে তায় পিঠে সয়ে যায়
কোনো তা মেনে নিয়েছো?
নতুন আঙ্গিকে গড়েছো নগর
গড়েছো বন্দর-শহর,
অত্যাচারী আর চশমখোরের
টানছো জঞ্জাল বহর।
দ্যাখো,কেউ আজ সুখে নেই,শুধু
সুখের নাটক করছে,
দুখির রাজার শিথিল সমাজে
ভীমরতি ঘিরে ধরছে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
পরিচিতি —
সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক
কণ্ঠ শিল্পী, সুরকার ও গীতিকার
জেলা- কক্সবাজার, বাংলাদেশ
প্রিয় সখ–গান করা,কবিতা লেখা ও বই পড়া
অবসরে ভ্রমন,