বৈশাখেরই ভোরে
-শ্যামল কুমার মিশ্র
≈≈≈≈≈≈≈≈≈≈
বোশেখ মাস এলেই যেন তোমার কথা
আরো বেশি করে মনে পড়ে
সকালের মৃদুমন্দ বাতাস
দুপুরের খর রোদ্দুর
সন্ধ্যার সমীরণে সমস্ত ক্লান্তির মুক্তি
ঘরে ঘরে অলিন্দে অলিন্দে তোমার গান
যেন আত্মার শান্তি, প্রাণের আরাম
জীবনের মুক্তি…
রবি ঠাকুর, তোমায় নিয়ে আজো
আমাদের ভাবনার অন্ত নেই
সেই কোন সকালে তুমি গেয়েছিলে জীবনের গান
তারপর অনেকটা সময় গড়িয়েছে
বারেবারে গেছি তোমার অঙ্গনে
কিন্তু আজও তোমায় ছুঁতে পারিনি
দেশ কাল পাত্র ভাষা না-ভাষার
একটি জগৎ ছিল তোমার
কতবার গেছি তোমার পদ প্রান্তে
ছুঁতে পারিনি…শুধু মনে হয়েছে
“ফুরায়! ফুরায় যা শুধু চোখে
অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে”।
আলো আর অন্ধকারের এ যেন এক চিরন্তন খেলা
এক গভীর আঁধার আজ চারিদিকে
ক্ষমতা লোভী মানুষ পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে রত
অর্থ আর হিংসার মেলবন্ধন
জাতপাতের এক নোংরা খেলা…
২৫ এর ভোরে এরা সবাই রাবীন্দ্রিক
বিগলিত চিত্তে তোমার গলায় মালা দেয়
মিথ্যা কথা বলে অকপটে
কতিপয় মানুষ জোরে জোরে হাততালি দেয়
কাচের ফ্রেমে তুমি বড় অসহায় রবি ঠাকুর…
ভারী মালা আরো ভারী হয়
অক্ষম এক যন্ত্রণা যেন তোমায় কুরে কুরে খায়…
তোমার জন্মদিনে আজ তাই দিলাম
আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা
আমায় হয়তো তুমি চিনতে পারলে না রবি ঠাকুর
আমি সেই তোমার রতন কিংবা কৃষ্ণকলি
যারা সব দিয়ে তোমায় ভালোবেসেছিল
কাছে যাওয়ার অধিকার তো তাদের ছিল না
দূর থেকে রেখে গেছে একমুঠো ফুল
গ্রহণ করো হে কবি!
অস্থিরতার এই সময়ে তুমি নেমে এসো
অকৃপণ বারি বিন্দু হয়ে…
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
সাহিত্যকে ভালোবেসে কিছু লেখার চেষ্টা। কখনো তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। রামকৃষ্ণ মিশনে তা এক ভিন্ন মাত্রা পায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিদ্যাসাগর রিসার্চ সেন্টার আয়োজিত বিদ্যাসাগর প্রবন্ধ প্রতিযোগিতায় দুবার বিদ্যাসাগরের দৌহিত্র শ্রদ্ধেয় সন্তোষ কুমার অধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছে। শিক্ষকতাকে ভালোবেসে প্রায় ৩৪ টা বছর কেটে গেছে। প্রধান শিক্ষক হিসেবে অন্যতম প্রাপ্তি “দ্রোণাচার্য্য” পুরস্কার। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের” যা মানুষের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তুলতে সদা সচেষ্ট। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়াতেই আমার আনন্দ …