দেখো রাজা
-মমতা শঙ্কর সিনহা (পালধী)
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এতটুকু একটা শব্দ “তোমায় আমি বড্ড ভালোবাসি”
এইটুকু শব্দ শোনার কত জন্য মিথ্যা অভিনয় করে চলি তোমার সামনে—রাজা,
দেখো আমরা ক্রমাগত খুঁজে চলেছি বাঁচার রসদ,,,,,
জীবন প্রতিদিন আমাদের কত না রঙবেরঙের মোহ-মায়ার হাতছানি দিয়ে ডাকছে—-
একটু দূরে দাঁড়িয়ে জীবনের রঙ্গমঞ্চের থেকে দেখে চলেছি সেসব,
ছোট্ট একটা সেতুর তফাৎ এ যা—- দাঁড়িয়ে—আমরা আর জীবন।
সেতু পার হয়ে ওই পাড়ে যাবার ইচ্ছে তো আছে—-
সাহস হচ্ছে না কারো—-
সেখান থেকে আবার জীবন ফিরে পেতে দিতে হবে বহুযুগের পথ পাড়ি।
কেউ এতোটা সাহসী হতেই পারে না—-
এটাই যে জীবন মৃত্যুর—
আর ভালোবাসার দোলাচলের রহস্যময় এক পাশাখেলা।।।
দেখো রাজা,
আমি—সেই মিথ্যা নাটক ঢাকতে পাগলের মতো শব্দ খুঁজে ফিরি তোমার হৃদয়েরগহীনে প্রতিটি মূহুর্ত।।
একেই হয় তো বলে নিঃস্বার্থ ভালোবাসা!!!!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-:
নিবাস উওর ২৪ পরগনার নববারাকপুরে(কলকাতা-:৭০০১৩১)।বাবা শ্রী রবি শঙ্কর সিনহা ও মা শ্রীমতী সোমা সিনহা।
আইন নিয়ে পড়াশুনা সমাপ্ত করার পর বর্তমানে স্বামী আইনজীবি অভ্র পালধীর সাথে একই পেশায় যুক্ত।সাহিত্য চর্চা আমার জীবনের এক অন্যতম নেশা।