কৃষকের আনন্দ

-অনিল কুমার পাল

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কৃষকের বেলা কাটে মাঠে সারাবেলা,

সোনার ফসল ফলবে যেন কৃষিমেলা।

লাঙ্গল জোয়াল নিয়ে ছুটছে সকালবেলা,

বীজ বপণের পরে ফিরছে সন্ধ্যাবেলা।

হাড় ভাঙ্গা পরিশ্রমে ক্লান্তি নাই,

মনেতে আশা সোনার ফসল চাই।

বৃষ্টি কাঁদা আছে অঙ্গে মাখা,

দহন তাপে মাথায় করে খাঁখাঁ।

কালবৈশাখী ধেয়ে ঘরের চালা উড়ে,

গাছ গাছালি দুমড়ে মুচড়ে পড়ে।

দুঃখ কষ্টের প্রান্তিক চাষি যারা,

মহাজনেরা সবলে এগিয়ে আসে তারা।

ধানের ক্ষেতে দক্ষিণের হাওয়ায় দোলে,

সাগরের ঢেউয়ের মতো শিষগুলো খেলে।

মনেতে খুশির জোয়ার নয়ন জুড়ায়,

কাটা পাকা ধানের ভরে আঙ্গিনায়।

এখন কৃষকের গোলা ভরা ধান,

প্রতি ঘরে নবান্নের উৎসবে মান।

এদের আনন্দে সারা বছর থাকুক,

দেশের উন্নয়নে সকলেই জেগে উঠুক।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনুবালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন! তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন! তিনি দুই ছেলের জনক, বড় ছেলে, এবছর এম বি বি এস ফাইনাল পরীক্ষা দিয়েছে ও ছোট ছেলে এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এয়ারস্পেস এন্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটিতে, এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হয়েছে। লেখকের বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে এবং জাতীয় দৈনিক পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, অবসর সময়ে তিনি অনলাইনে লেখালেখি করে থাকেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*