আবার হবে কবে দেখা

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞∞

আবার হবে কবে দেখা, হবে কী আবার দেখা,

ভাবে কী মন নীরবে নিভৃতে থাক যখন একা?

অশ্রুঝরা রং বিহীন বেদনার সেদিনগুলি চুমি,

কল্পলোকে বিমূর্ত চোখে আজও ভাস্বর তুমি।

আজও জীবন কথা বলে একাকী ছবি আঁকি,

রাতের পর রাত জাগি ভাবনায় খুঁজতে থাকি।

সেই মুখ সেই হাসি সেই পরশ চাই যেতে ছুঁয়ে,

নিশ্চয় আজ ব্যস্ত তুমি স্বীয় ভালোলাগা লয়ে।

স্মৃতি ঘিরে আসবে কী চুপি চুপি স্বপ্ন দেখাতে,

ভালোবাসার পরশ মাখা ভাবনাগুলি রাঙাতে।

ঝরে গেছে ফুলদানির ফুল জল তিয়াস নিয়ে,

মনে কী পড়ে স্বপ্নীল প্রতীক্ষার প্রহর সাজিয়ে!

ঝড়ে নীড়হারা পাখি ফিরে না নীড়ে আর কভু,

ভালোবাসার কুটিরে প্রতীক্ষিত এ জীবন তবু।

ক্ষমিও, যদি না আর জীবনে হয় দেখা সুপ্রিয়,

ফুল পাখি চাঁদ তারা হয়ে প্রেমে রাঙিও হৃদয়।

স্বপ্ন ঘিরে যদি মনে পড়ে সব পদ্মার বালুচরে,

ফেলিও দুই ফোঁটা অশ্রু নয়নে সমাধির পরে।

ভুল পথে ভুল করে হয়ে যায় যদি একটু দেখা,

অভিমানী হৃদয়ে যেওনা এড়িয়ে সেদিন সখা।

আঁখি মিলনে প্রাণ স্পন্দনে যদি ডাকে হৃদয়-,

কম্পিত স্বরে হাত ধরে হয় যেন কথা বিনিময়!

নির্ঘুম রাত্রি ঘিরে কামনার ছোঁয়া খোঁজে ঘরে,

মরে না ভালোবাসা ঝরে না স্মৃতি গেলে সরে!

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*