এলো বৈশাখ
-দীপক রঞ্জন কর
≈≈≈≈≈≈≈≈≈≈
বাজাও শাঁখ তোলো সবে ধ্বনি
এলো বৈশাখ শোন রবির বাণী,
লহ প্রণাম হৃদয়ে সাজাও ঘর
রবি ঠাকুর আছো মনের ভিতর।
আলপনা আঁকো আঙিনার পরে,
গাইব গান সবে অন্তরে অন্তরে।
গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ শীত হেমন্তে
রবি ঠাকুরের ছোঁয়া দিক দিগন্তে।
মধুর মিলনে শ্রাবণে ফাগুনে
প্রেমের বন্ধনে বিরহ আগুনে,
কবিতায় গানে সুরের টানে,
ভাবনা তোমার নিশি জাগরণে।
শ্রদ্ধা নিবেদন মহৎ আয়োজনে
তোমায় রাখি সদা চিন্তনে মননে,
শ্রদ্ধায় নত শিরে করি উদযাপন
তোমার শুভ জন্ম দিবস পালন।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
নাম–দীপক রঞ্জন কর, জন্ম:-৩ রা জানুয়ারি ১৯৬৮ সাল, পিতা:-কানাই লাল কর ,মাতা:- সন্ধ্যা রানী কর, গ্রাম- ছিনাইহানি, জেলা-পশ্চিম ত্রিপুরা ,