মস্তানা মসাম্

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞

তাপের রোষে পুড়ছে পৃথিবী

পাপের ভারে ফুঁসছে প্রকৃতি ,

দুষছে মানুষ সময় কে শুধুই

মৃত্যু-জ্বরার এ কি অনাসৃষ্টি !

চোখের জলের নেই কোন দাম

যদি ভুলেই ভরা থাকে কর্মফল ,

আফশোসে মেটে না মরুর তৃষ্ণা

অনুশোচনায় শুকায় অশ্রুজল ।

বাতাস শুষে নেয় রুদ্র অনল

মাটির সরসতায় রুক্ষতার গোঙানি ,

উদাস মেঘে এখন বন্ধাত্বের পূর্বাভাস

জলজ-এর উৎকন্ঠায় মৃত্যুর হয়রানি ।

শান্তি উধাও ফুলেদের মনে

বরিষণ হীনা স্রোতস্বিনী ভুলেছে বিনম্রতা ,

এ সময় কেন বিরাগী বৈশাখ ?

দুরন্ত কালবৈশাখী ফেরাক স্বস্তির সমতা ।

মেঘের দেশে অশনির বার্তা

বরুণ আলোয় নির্জলা তেজ ,

বাতাস নারাজ বুঝি বইতে নমনিয়তায়

মনে হয় শিরে সংক্রান্তি এখন উগ্ৰ বেশ !

ধানের শীষে শুনশান নিরবতার শুনশান

রাত্রির গর্ভে দুষ্টু মুশিক অচৈতন্য ,

সবুজ পুড়ে অগ্নিদগ্ধ বদ্ধভূমির ধ্বংসাবশেষ

দারুণ এ সময়ে নাস্তানাবুদ অভয়ারণ্য ।

আনমনা এই দিনে মস্তানা মসাম্

অস্পরা বারিষ পথভোলা প্রহেলিকা ,

অপেক্ষার দিগন্তে দুরন্ত অগ্নিবলয়

মনচোরা জোনাক বাতি বিরহের মোনালিসা ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি :-

নাম – পীতবাস মণ্ডল , গ্রাঃ + পোঃ যোগেশ গঞ্জ । থানা – হিঙ্গল গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় তারই ক্ষুদ্র প্রয়াস ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*