খুঁজছি খুঁজেই চলেছি

-বিনয় জানা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

বোকারাই প্রতারিত হয়

আমিও প্রতারনার শিকার।

প্রতারনা করে চলে গেছে সে

আজকের পুষ্পক রথে চড়ে।

চলে গেছে দূর পরবাসে

অচেনা হাতে হাত রেখে।

চলে গেছে আমার রাতের ঘুম নিয়ে!

উষর মরুর বুকে

বেঁচে আছি জীবন্ত লাশের মতো।

বুকের গভীরে ক্ষতের দহন

হৃদয় জোড়া ব্যথার পাহাড় থেকে

ঝরে পড়া রক্ত রসের হড়পা বান।

একবুক ক্ষত নিয়ে খুঁজে ফিরি তারে

ঘরে ফেরা সাঁঝের পাখিদের ভিড়ে

শান্তি নিকেতনে পঁচিশে বৈশাখে,

আষাঢ়ের ইলশেগুঁড়ির ফোঁটায়,

শ্রাবণের অঝোর ধারায়।

খুঁজে ফিরি শরতের মন্থর উড়ানে।

খুঁজে ফিরি তারে, শীতের সন্ধ্যায়

হলদি নদীর তীরে শান বাঁধানো

আসনে বসা কপোত কপোতীর ভিড়ে।

খুঁজে ফিরি বাঙালির ভ্যালেন্টাইন দিনে

অপটু খোঁপায় জড়ানো মালা

হলুদ শাড়িতে সাজা কিশোরীর কলরবে।

অলি হয়ে আজো খুঁজি

মধু ভরা পলাশে শিমুলে

আর আমের মুকুলে।

ফাগুনের ফাগ হাতে খুঁজি তারে

হোলি উৎসবের জমায়েতে।

চৈত্রের চড়ক মেলায় দর্শনার্থী ভিড়ে।

খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে

পৌঁছে গেছি জীবনের গোধূলি বেলায়!

ক্ষীণ দৃষ্টি, পেশী শক্তিহীন! তবুও খুঁজছি-

সকালে, দুপুরে, সন্ধ্যার আবছা আলোয়

রাতের গাঢ় আঁধারে স্মৃতির সরনী বেয়ে!

খুঁজছি, খুঁজেই চলেছি জীবন ভর…

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

গ্রাম: বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বরদহ, জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

পিন: ৭২১৬৫৪

পেশায় NTPC-র উপ প্রবন্ধক। মূলতঃ একজন পাঠক। বিশেষত বাংলা কবিতার পাঠক।

বিভিন্ন গুণি জনের কবিতা পড়ে মাঝে মধ্যে লেখার চেষ্টা করা।

বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*