ভালবাসা অতঃপর বি‌চ্ছিন্নতা

-খন্দকার আরশাদুল বারী

≈≈≈≈≈≈≈≈≈≈≈

ভালবাসা, অতঃপর বি‌চ্ছিন্নতা

খন্দকার আরশাদুল বারী

সে‌দিন ট্রেনে ব‌সে‌ছিলাম,

প‌রের স্টেশ‌নেই একটা মে‌য়ে উঠ‌লো,

এক‌টি ছে‌লে মে‌য়েটার ব‌্যাগটা উপ‌রে রে‌খে দি‌লো।

ছে‌লেটা নে‌মে গে‌লো।

আমার নজর এড়া‌লোনা তা‌দে‌র চো‌খের ভালবাসা।

দুজ‌নের মা‌ঝে সে কী অপূর্ব ভালবাসা !

ট্রেন ছে‌ড়ে দি‌লো!

বি‌চ্ছিন্নতা গ্রাস ক‌রে ফে‌লে‌ছে ততক্ষ‌ণে দুজন‌কে।

আ‌মি অবাক হ‌য়ে তা‌কি‌য়ে থাকলাম দুজ‌নের দি‌কে।

এক মুহু‌র্তে রা‌জ্যের ভালবাসা,

পরমুহু‌র্তেই বি‌চ্ছিন্নতার করাল গ্রাস!

আমার চোখ দু‌টো হঠাৎ খেয়াল করলাম জ‌লে ভেজা!

হৃদয় মুচ‌ড়ে উ‌ঠলো সেই বি‌চ্ছিন্নতা দে‌খে!

বি‌চ্ছেদ প্রকৃ‌তির নিয়ম,

কিন্তু এত সুন্দর ভালবাসা যেখা‌নে

সেখা‌নে সাম‌য়িক বি‌চ্ছেদ ও ভয়ানক কষ্টকর!

এ কষ্ট কোন ক‌বিতা বা গল্প লি‌খে,

অথবা কোন মহাকাব‌্য লি‌খে

শেষ করা যায় না, যা‌বে না।

অ‌বি‌চ্ছেদ‌্য থাকুক প্রতিটা সুস্থ বন্ধন,

অটুট থাকুক মানবীয় প্রেম।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

ক‌বি প‌রি‌চিতিঃ

১৯৯২ সা‌লের ডি‌সেম্ব‌রে রংপুর জেলার পীরগঞ্জ উপ‌জেলার বউলবা‌ড়ি গ্রা‌মে জন্ম। পড়া‌শোনা ক‌রে‌ছেন প্রা‌চ্যের অক্স‌ফোর্ড খ‌্যাত ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে। বর্তমা‌নে এক‌টি সরকা‌রি ক‌লে‌জে শিক্ষকতার সা‌থে জ‌ড়িত আ‌ছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*