সুখপাখি
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বৈশাখের প্রথম বেলা
তীব্র দহন জ্বালা,
বৈশাখের বিদায় বেলা
বর্ষণ করে খেলা।
পরম প্রকৃতির খেলা
বোঝা বড়ই দায়,
ছয় ঋতুর নিত্য লীলা
ধরায় আসে যায়।
জীবরত্নের শান্তি নাই
ঋতুচক্রে বিরক্তি,
পাঁচ ঋতু বাদে শুধুই
ঋতুরাজে আসক্তি।
ধরণীর সকল জীব
গাছপালা পশুপাখি,
প্রকৃতির পরম দান
সব ঋতুতে সুখী।
একমাত্র ধরা শ্রেষ্ঠত্ব
মানে না ধরা নিয়ম,
সবেতে অখুশি অসুস্থ
মনেতে সর্বক্ষণ।
মূর্খ সব শ্রেষ্ঠ রত্নের
সুখ পাখির মন,
প্রকৃতি সৃষ্টি নিয়মের
করে বিরুদ্ধাচরণ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ফেসবুক দুনিয়ার সাড়া জাগানো স্বনামধন্য, কবি- শ্রী স্বপন কুমার দাস পিতামাতা- সন্তোষ কুমার দাস/ কল্যাণী দাস লেখালেখি- লিটল ম্যাগাজিন সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে ১৯৭৮ সাল থেকে। জন্ম-১৬/০৪/১৯৬৩ পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমাতে। ইতিমধ্যে কবির হাজারের উপর লেখা কবিতা ও ছোট গল্প বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে।