তোমার পছন্দ এখন আঁধার বাদুড়ের

-রানা জামান

∞∞∞∞∞∞∞∞∞

তোমায় মুগ্ধতা ছিলো বৈশাখের প্রখর রোদ্দুরে

এক পশলা বৃষ্টি কিংবা ঠাণ্ডা জল পান

কখনো বা ভাবি এর চেয়ে বেশি কিছু

পলক ফেলার জ্ঞান থাকতো নাকো

তোমার কথায় কী জাদুর ঝর্ণা বিমোহিত থেকে

তাড়িয়ে যেতাম হিংস্র বলদের পাল

নির্বোধের হাতে দিয়েছি প্রদীপ প্রত্যাশার এক

যা জুগাবে আলো সুরঙের প্রান্তে পৌঁছালে সবাই

মৌমাছিগুলোর ক্লান্তি আসে নিকো ফুলে ফুলে উড়ে

মধু সংরক্ষণে তোমাকে তুষ্টির সাগরে শোয়াতে

প্রতিদিন নয়া কর্মসূচি দিতো অমিত উদ্যোম

একদিন হ্যামিলনের বাঁশিঅলা হয়ে গেলে তুমি

কোথায় ছিলাম আমি সেসময়ে? ছিটকে অপাংক্তেয়?

নাকি প্রত্যয়ের লেজ যেমন টিকটিকি খসায় দরকারে?

অথবা ফাঁসের দড়ি কালেভদ্রে অতীব কাজের?

ছানাবড়া হয় নাকো চোখ আর, তেতো মিষ্টি আজ

অস্তিত্বের মূল তোমার গ্রোথিত হয়ে গেছে অতলান্তে

সেসাথে মুখের ঢঙ বিবর্তনে সিংহের আদল

রুচি ঘাস ছেড়ে কাঁচা মাংসে ডুবে অহোরাত্র

আব্দুল আলীম ছেড়ে শুনছো ভাংরা পৈশাচিকে

হায়েনা বেষ্টিত হয়ে তুমি আজ স্বৈরাচারে শীর্ষ

খেয়ে নিচ্ছো একে একে সাদা কবুতর

মাথার উপরে তোমার দাঁড়কাক উড়ে অনিবার

এখন নিঃশ্বাসে ঝরে কার্বনের ঝড় প্রতিক্ষণে

সেই যে তোমার দেয়া প্রত্যাশার প্রদীপ জ্বলে নি আর

সবার বিশ্বাস ঐ প্রদীপ জ্বলতে দেবে নাকো তুমি

তোমার পছন্দ এখন আঁধার বাদুড়ের

আরম্ভ যাদের নিয়ে ওরা আজ তোমার শিকার

ডালিম কুমার কে হবে জানে না কেউ, হবে হবে!

∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি- 

রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*