মায়ের ঋণ
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼
সবাই চলে যেতে পারে
সন্তান রেখে সরে,
মা পারে না ছেড়ে যেতে
আঁকড়ে রাখে ধরে।
বৃষ্টি আসে রোদে পুড়ে
হাজার বাধা শেষে,
মা জননী সর্ব দিয়ে
লালন করে বেশে।
ছায়া হয়ে মাথার উপর
বটবৃক্ষ তিনি,
জান্নাত হবে পিতা-মাতা
তাহার কাছে ঋণী।
সন্তান কাঁদলে মায়ের ব্যথা
সারা রাত্রি জেগে,
সেবা করে পরশ মেখে
যায়না তিনি রেগে।
সর্বোপরি অবদানে
উচ্চমাকাম মায়ের!
মায়ের ঋণের শোধ হবে না
চামড়া দিয়ে গায়ের।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।