মরচে ধরা বৃদ্ধাশ্রমের জানলা

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈

খোকা যেদিন তোকে গর্ভে ধরেছিলাম আমি ছিলাম আপন,

জন্মের পর তোর মুখখানা কেমন ছিল করছি স্মৃতি চারণ।

বৃদ্ধাশ্রমে দিয়ে গেছিস এটাই তো অবলম্বন,

কি আর করবো রুটিন মাফিক চলা এটাই মোর জীবন।

ভালো থাকিস খোকা আমি তো তোর কাছে বোঝা,

সংসারের দায় দায়িত্ব পালন করিস দেখবি কত সোজা।

গর্ভ যদি ভালো হতো আশ্রয় হতো না বৃদ্ধাশ্রম,

আজ মরচে ধরা বৃদ্ধাশ্রমের জানলায় দাঁড়িয়ে ভাবছি জীবনে দিয়েছি কত শ্রম।

অপেক্ষা শুধু অপেক্ষা তোর মুখখানা যদি দেখতে পাই খোকা,

পিতার অবর্তমানে মায়ের আশ্রয়

জীর্ণ পুরনো আবাসে দিতে পারলে ধোঁকা ।

তোর ছেলে তো বড় হয়েছে কখনো যেন না পায় এমন শিক্ষা,

পিতা তো গুরু তাই বলছি ওকে নিজের মতো গড়িস না দিস ভালো দীক্ষা।

ভালো আছি আজ আপন নীড়কে নিজের করে নিয়েছি,

জীবনে অনেক দুঃখ কষ্ট সয়েছি আজ একান্ত আপন নীড় পেয়েছি।

আজ যে আমার শেষ ঠিকানায় একটা মরচে ধরা জানালা পেলাম,

তোর জীবনটা সঠিক করে গড়ে নিবি আমি আশীর্বাদ দিলাম ।

ভালো থাকিস খোকা তোর কথা মনে হলে কান্না ঝরে,

আজ যে আমার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম আছি সুখের নীড়ে।

অপেক্ষা যে মোর সঙ্গী কত লোকের আসা যাওয়া কিন্তু আমার আপনজন নয়,

জানালায় ধরতে ধরতে মরচে ধরা আর নেই দেহে মিশিয়ে নিয়েছি,

যে হাতে লালন পালন করে তোকে বড় করেছি অবলম্বন আজ অপেক্ষা,

পারিনি বাবা পারিনি গড়ে তুলতে হয়তো বা এটাই জীবনের ভুল শিক্ষা ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি

শান্তি দাস

বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা-এম এ

( এডুকেশন )

আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*