রবি ঠাকুর
-অন্নপূর্ণা দাস
∞∞∞∞∞∞∞∞∞
রূপকথা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখছে…
প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের কথা শুনেছে কিন্তু আবাক হয় দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রের কথা শুনে;
“সবাই যদি ডাক্তার হয় রোগী কে হবে? “
কথাটা তার ভীষণ ভালো লাগে।
এই প্রথম একটি কথা তার মনের মতো।
কি সুন্দর সাবলীল ভঙ্গীমায় সঠিক কথা অথচ কি গভীর তাৎপর্যপূর্ণ কথাটি প্রকাশ করল।
যেখানে বাবা, মা তার সন্তানদের ডাক্তার, ইন্জিনিয়ারিং হওয়ার ছড়া কিছু ভাবতে চায় না,
সেখানে এরকম একটি কথা যে কতটা প্রেরণাদায়ক তা বলে বোঝানো সম্ভব নয়।
রবি ঠাকুরের জন্মদিনে এরকম স্বাধীনভাবে চলার ছাত্র দেখে সে স্তম্ভিত হয়।
তখন তার মনে পড়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠান এর কথা।
ছাত্র, ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশই তো প্রকৃত শিক্ষা।
কে বলে রবীন্দ্রনাথ নেই?
রবীন্দ্রনাথ ঠাকুর সকল ছাত্র ছাত্রীদের মধ্যে নব নব রূপে ধরা দিচ্ছে প্রতিটি মুহুর্তে….
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি অন্নপূর্ণা দাস। আমি একজন গৃহবধূ।আমি লেখালেখি করতে ভালোবাসি। আমার প্রথম একক কাব্যগ্রন্থ ‘নীরবতার গভীরে’ কোলকাতা আন্তর্জাতিক বইমেলা-২০২৩ এবং’ হাজারো ভাবনা’ আমার দ্বিতীয় একক কাব্যগ্রন্থ কোলকাতা আন্তর্জাতিক বইমেলা -২০২৪ প্রকাশিত হয়। আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া জেলার সালকিয়া থাকি।