মে দিবসের ইশতেহার
-হাসান জামান
≈≈≈≈≈≈≈≈≈
পহেলা মে। ১৮৮৬. শিকাগো ল্যান্ড. হে মার্কেট
শ্রমিকের রক্তে রঞ্জিত রাজপথ যেন লাল কার্পেট!
সমবেত নিরন্ন জীর্ণ শ্রমিক সমাজ
সহস্র পিপিলিকা সারি ম্যানহোল ছেড়ে বেরিয়ে এসেছে কাস্তে কুড়াল ফেলে আজ!
ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসেছে উড়ে
ঠোঁটে বিদুৎ কণা আগুনের শিখা বুক জুড়ে!
মিসিসিপি নদীর নীলাকাশে তখন ঝকঝকে রোদ
প্রতিবাদে সোচ্চার শ্রম শিল্পীরা গড়ে প্রতিরোধ।
বাতাসে ছড়ানো শ্রমজীবী মানুষের দুর্গন্ধ ঘাম
চায় সপ্তাহান্তে একদিন ছুটি সামান্য বিশ্রাম
ওরা চায় নায্য মজুরী আট ঘন্টা কর্ম দিবস
মুছে নিতে ক্লান্তির ছায়া নয় প্রাচুর্য খ্যাতি কিম্বা যশ!
কলের চাকায় পিষ্ট জীবন মুছে গেছে আনন্দ পিপাসা
সূর্য তাপে উড়ে ধূলিকণা পুড়ে ভালোবাসা
ভেঙেছে শরীর গাঁথুনি, যেন কঙ্কাল মূর্তি নাচে
রাজপথে মিছিল নিশান শ্রমিকের সংগ্রাম
মিসিসিপি নদীতে তুফান বুকে নেয় শত শহীদের নাম!
ওদের মাথায় প্রখর সূর্য! নেই কোনো ছাতা
ভাঙা কুটিরে ছেঁড়া কাঁথা নেই ফরাস পাতা
শিশুর মুখে দুধ নেই! প্রাণে প্রাণে হাহাকার
মায়ের পরনে যথেষ্ট বস্ত্র নেই লজ্জা ঢাকার
চারপাশে অসহায় মানুষ, মৃত্যুর প্যান্ডেলে
কাতরায় অনাদরে! কেউবা গেছে ডেথ সেলে!
ভালোবাসার বর্ম নেই,মানবতার ধর্ম নেই।
জন্ম নেয় লক্ষ বেকার প্রতিদিন কর্ম নেই।
জীবন আছে অন্ধকারে ঢেকে চোখে আলো নেই
সন্ধ্যার ধূপছায়া নগর গ্রামে কেউ ভালো নেই।
মে দিবস আজ ডাক দিয়ে যায় ঘুমের ঘোরে
সাথে নিয়ে আসে নতুন ইশতেহার
জেগে ওঠো শত শ্রমিক মজুর নতুন ভোরে
বুঝে নিতে শত বঞ্চিতের নায্য অধিকার।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত ঃ
কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম ৯ই জানুয়ারী ১৯৬৭ সন, নওগাঁ জেলায়।পিতা নজরুল ইসলাম, মাতা ওলিমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন।
কর্ম জীবনে একজন ব্যাংকার। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। স্কুল জীবন থেকেই লেখা লেখির সাথে জড়িত।
Wonderful