কালবৈশাখী ঝড়ের দিনে
-আশীষ খীসা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কালবৈশাখী ঝড়ের দিনে
ছেলে-মেয়ের দল,
যায় যে তারা আম কুড়াতে
আম গাছেরই তল।
ঝড়ের সাথে বাতাস আসে
পড়ে আম টুপ টুপ,
আতঙ্কিত হয়ে মানুষ
ঘরে থাকে চুপ।
ছেলেমেয়েরা আম কুড়ায়
পায়না তারা ভয়,
নিষেধ করলেও শুনেনা
কতজনে কয়।
কালবৈশাখী ঝড়ের দিনে
ভাঙ্গে গাছের ডাল,
উড়িয়ে নিয়ে যায় বাঁশ-গাছ
উড়ে ঘরের চাল।
বিদ্যুৎ চমকায় ঝিলমিল করে
আওয়াজ করে খুব,
ঝড়ের গতিবেগ কম হলে
জুড়ায় যেন বুক।
দেখতে পায়না বুড়োবুড়ি
কালবৈশাখীর মুখ,
ছেলেমেয়েরা আম কুড়াতে
পায় মনেতে সুখ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা,
মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর।
স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,
উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে
স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.
(১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।
তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ১৯টি।
তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা পান।উল্লেখ্য যে,সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ
অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ
এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।