রাজপথ
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈
রাজপথে দাঁড়িয়ে দেখছি
অসংখ্য মানুষের হেঁটে যাওয়া
অশান্ত সমাজের বুক চিরে যুবকের চিরনিশ্যতা
শূন্য অভিমান প্রেমহীন পুরুষ সবই রঙ বদলায়।
ভুলে যাওয়া মানুষের পরিচয় জেনেছি
মেঘবাদলের দিনে হাসিখুশিতে কেটে গেছে বহু সময়।
রাজপথে দাঁড়িয়ে চোখের শূন্যতা আবহে
লক্ষ লক্ষ হৃদয়ের জমিনে শুকনো পাতারা রাজত্ব করে
একসময় রাজপথ শুনসান হয়
কেউ আসেনা সেদিকে…
বিবাদের আতঙ্কে সতেজ ফুলেরা ঝরে পড়ে মাটিতে
কেউ থাকে না ফুল কুড়াবার !!
রাজপথ একাকীত্ব
রাজপথ নীরব
রাজপথ চিরনির্মল
রাজপথ একা – দূর থেকে দাঁড়িয়ে দেখছি
কেউই আসে না সেদিকে
রাজপথ একা খুবই একা
কোন এক বর্ষার দিনে আমি রাজপথের সঙ্গে বন্ধুত্ব করবো
আমি আর তাকে উপেক্ষা করতে পারবোনা।।
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।
পিতা:- কার্ত্তিক হালদার
মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)