মায়ের একি করুন অবস্থা
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
সূর্যের টানে পৃথিবী ঘূর্ণায়মান,
চাঁদের ঘূর্ণনে আছে পৃথিবীর টান,
পৃথিবীর টানে প্রভাবিত মানুষের মন,
শিশুর কাছে সেরা তার মায়ের স্তন।
মা বড় কোমল মনের মানসী,
প্রেম ভালবাসায় পূর্ণ মায়াবী মায়াময়ী।
মায়ের হাতের পরসে হারিয়ে যায় যন্ত্রণা,
পৃথিবীর সেরা খাবার মায়ের হাতের রান্না।
কিন্তু মা আজ শত বঞ্চনায় অভ্যস্ত,
আঘাতে আঘাতে মা আজ ক্ষতবিক্ষত।
মোদের সুখ স্বাচ্ছন্দ মাকে ঠেলেছে দূরে,
অনেক মা তাই ঘুরছে ওপরের দ্বারে দ্বারে।
মায়ের প্রাপ্য মোদের বিলাসিতার শেষে,
মা তাই মরে ওষুধের অভাবে কেশে কেশে।
মুখ দিয়ে রক্ত উঠে যায় মায়ের এক সময়,
মৃত্যুসজ্জা, চিকিৎসা নাই, ছেলেরা কোথায়?
মা বড় অসহায়, মা কাঁদছে বৃদ্ধাশ্রমে,
মা কাঁদছে তার কলিজার টুকরোদের পাশে না পেয়ে।
মায়ের কান্নার সুরের মধ্য দিয়ে সবকিছু ঝাপসা,
সৌন্দর্যের প্রতীক গোলাপের তাই করুণ দশা।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।