মনের প্রথম সংকেত
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼
মনের কাছে প্রশ্ন কর মানব, মন ভালোবাসে কাকে,
আবেগে মনের কথা হতে পারে ভুল ভাবনালোকে।
নিশ্চয় আত্মা পাঠায় নৈতিক সংকেত তব বিবেকে,
রিপুর তাড়নায় আবেগি মন হারিয়ে যায় চারদিকে।
হৃদয় দিয়ে খুঁজো হৃদয়ের গভীরে কী প্রথম বিশেষ,
মননে কর লালন- আত্মার শান্তি বিবেকের নির্দেশ।
বাহ্যিক চোখ মনের কথা বলে, মন ভাবাবেগে চলে,
ভাবো চোখের আগে মনের আগে বিবেক কী বলে।
যাই কর আর নাই কর, শুরুতে বিবেককে প্রশ্ন কর,
যদি নৈতিকতা বলে কর, তবেই মন দিয়ে তাই কর।
কভু চাও যদি শান্তি, চাও যদি মুক্তি, চাও যদি সত্য,
নৈতিকতা হতে সত্যের পথ হাঁটলে হবে না অনুতপ্ত।
সময়ে যদি সিদ্ধান্ত নিতে পারে বিবেক হতে অন্তরে,
আক্ষেপ না হবে কষ্ট না রবে জীবনে ব্যর্থতার পরে।
দ্বিধা দ্বন্দ্ব নয়, তাড়াহুড়ো নয়, নয় যে হরেক মন্তব্য,
হতে হবে জীবনের মত ও পথে তব সুনির্দিষ্ট গন্তব্য।
যদি সিদ্ধান্ত নিতে হয় ভুল, হয় নির্ণয় করতেও ভুল,
জনম সাধনে শোধনে হয় না পুর্ণ, দিতে হয় মাসুল।
ভুলে ভুলে ভুলের পাহাড় গড়ে একাকীত্বে হতাশার,
খুঁজে সত্য খোঁজে মুক্তির সান্তনা, তবে হয়না আর।
প্রতিটি মানুষের জীবনে আসে প্রেম- বিশ্বাস সবার,
আসে যে মুক্তির পথ ও পাথেয় জীবনে জীবিকার।
কেউ পারে বুঝতে কেউ পারে না খুঁজতে ভবলীলা,
আফসোস আর প্রলাপ চলে, বিধি কী ভাগ্য দিলা!
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।