এখন তু‌মি

-খন্দকার আরশাদুল বারী

≈≈≈≈≈≈≈≈≈≈≈

এখন তুমি অন্য কারো ঘরণি

অন্য কারো সঙ্গে তোমার যৌথ সরণি।

এখন তোমার রাস্তা পাড়

করতে হয় না আমায়

এখন আ‌মি বড্ড পর

মি‌লি‌য়ে গে‌ছি অমা‌নিশায়।

একটা সময় হাতটা য‌দি না ধরতাম তোমার

দু‌চোখ তোমার ভে‌সে যেত বোবা কান্নায়।

একটা সময় সকাল হ‌তো

আমার কথা ভে‌বে

এখনও সকাল আ‌গের মত

শুধু আ‌মিই গে‌ছি হা‌রি‌য়ে!

একটা সময় দুপুর মা‌নেই

মি‌ষ্টি খুনসুঁ‌টি

এখন শুধু তু‌মি নেই

হৃদয় মরুভূমি!

একটা সময় বি‌কেল হ‌লেই

ডাক‌তো নদীর জল

নদী‌তো আ‌ছে এখনও সেই

শুন‌্য তাহার কোল।

একটা সময় সন্ধ‌্যা হ‌লেই

আকাশপা‌নে চাওয়া

দূর দিগ‌ন্তের মায়াবী ‌রোসনাই

স‌ঙ্গে পূবালী হাওয়া।

এখনও আকাশ আ‌গের মতই

হৃদয় ক্ষত‌বিক্ষত!

এখনও তু‌মি আ‌ছো তো সেই

জ্যোসনা দেখায় মত্ত।

এখনও রাত ভাবায় আমায়

পা‌শে নেই শুধু তু‌মি

চুলগু‌লো মোর ব‌্যাকুল আশায়

তোমার হা‌তের চু‌মি।

হয়‌তো তোমার হাত‌টি এখন অন‌্য কোন মাথায়

কর‌ছো খেলা চুল নি‌য়ে তার নয়‌তো কাট‌ছো বি‌লি।

এখন তু‌মি অন‌্য কা‌রো ঘর‌ণি

চল‌ছে জীবন ভালই তোমার, হা‌রি‌য়ে গে‌ছি আ‌মি!

≈≈≈≈≈≈≈≈≈≈≈

ক‌বি প‌রি‌চি‌তিঃ

গ্রামঃ বউলবা‌ড়ি, পোস্টঃ বাগদুয়ার, উপ‌জেলাঃ প‌ীরগঞ্জ, জেলাঃ রংপুর জন্ম ১৯৯১ সা‌লে । পড়া‌শোনাঃ ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রা‌ণি‌বিদ‌্যা বিভা‌গ থে‌কে মাস্টার্স পাশ। বর্তমা‌নে এক‌টি সরকা‌রি ক‌লে‌জে প্রভাষক হি‌সে‌বে কর্মরত। মনস্তা‌ত্ত্বিক ট্রা‌জে‌ডি না‌মে ক‌বির ১ম বই প্রকা‌শিত হ‌বে অল্প কিছু‌দিন পর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*