খেয়ালী নেশা
-মাই ফেয়ার চৌধুরী
≈≈≈≈≈≈≈≈≈
অনুভূতির জানালায় উঁকি দেয় কত কি!
ভেবেছি কত কি,এঁকেছি কত স্বপ্ন।
সমুদ্রের বালুকণায় দাঁড়িয়ে দেখবো ডুবুডুবু সূর্য,
স্মৃতির ক্যামেরায় বন্দি রাখবো রক্তিম গোধূলি বেলা।
ভেবেছি শ্রাবণী ঝির ঝির বৃষ্টি ধারায়,
জল তরঙ্গের নগ্ন পায়ের নৃত্য খেলায়।
বৃষ্টি মিতালী মনের সুখ ছোঁয়ায়
শহরের অলিতে গলিতে ঘুরব খেয়ালি নেশায়।
ভেবেছি নীল গিরির চূড়ায় নীল ছুঁইবো সীমানায়।
কিংবা কোন পাহাড়ের সবুজের সমারোহ ছায়ায়,
ঝর্ণার কলতানে হারাবো দূরের দুপুরে সুরের মূর্চছনায়
যদি মন চাই এসো, জীবন আলপনায় রাঙায়।
দুজনে প্রিয় বই গুলো সংগ্রহ করি বই মেলায়,
কোন সন্ধ্যার আড্ডায় আবৃত্তিতে শোনাবো তোমায়।
≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী
আগ্রাবাদ চট্টগ্রাম।