বনের বাঘ রাইসি
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
বন খালি হলো বুঝি,হারিয়েছে বাঘ বনের-
খুশি হয়েছে শৃগালের দল,
হুংকারে আর উঠবে না বন কেঁপে।
বনের দখলে শৃগালের দল
ছেয়ে গেছে দলে দলে,
সভায় ব্যস্ত শৃগাল,বাঘের আদলে বসে।
সিংহদ্বারে বিগল বাজায় পেচক
শৃগালের আগমনে।
শৃগাল ধূর্ত পেচক অশুভ চোর দেয় পুঁজো দুজনারেই,
প্রশ্ন করেছি পেচকে,
তুমি এমন হলে কবে! পেচক,
যে’দিন থেকে মুসলিম চোরা
দিচ্ছে পুঁজো আমাদের।
ধূর্ত শৃগাল পঁচাধজা খাই, মন্দ ভালো নেই
আমি পেচক,এঠো ঝুটো খেয়ে বেঁচে আছি ওদের
চিন্তা কিছু নেই।
চিন্তা শুধু, মুসলিম নামের ওই চোর গুলি
কি করে যে পুঁজো দেয় আমাদের!
সে’দিন বুঝেছি ঢাকা পড়েছে কালের কালিতে
মুসলিম জাতি সবে।
বাঘের ঘরে থাকবে শৃগাল দিন গেছে বদলে
কাঁদবে বাঘা ততদিন ভাই যতদিন রবে
মুসলিম চোরা শৃগাল-পেচকের দলে।
বন খালি আজ, কালকে বনে আসবে আবার বাঘা
এক রাইসি চলে গেছে, হাজার রাইসি আসবে আবার
বাঘ হয়ে বনে।
কত লক্ষ মুসলিম সেনা শহীদ হয়েছে কচি মুখ,
কত মায়ের বুক হয়েছে খালি, সাদা কাপড়ে
ঢেকেছে মৃত্যু শোক।
বোনের সিঁদুর মুছে গেছে শত ভুলিনি কিচ্ছু ভাই
দিন বদলের আসবে হাওয়া ঝরিয়েছি রক্ত তাই।
জিতেনি পেচক জিতেনি শৃগাল জিতেনি চোরের দল,
জিতেছে রাইসি হয়েছে শহীদ বেড়েছে মুসলিম মনোবল।
বাঘা ছিল রাইসি মরেছে বাঘের মতই,
এমন মৃত্যু দেখেনি জগত, দেখেনি পেচক,
দেখেনি শৃগাল,দেখেনি চোরার দল।
সাবাস রাইসি সাবাস তোমার ন্যায়-ত্যাগী জীবন,
তোমার ত্যাগে ধন্য বিশ্ব ধন্য ন্যায় মানবতা ধন্য মানব জনম।
আল আকসা আমার, ফিলিস্তিন আমার, ইসরাইল আমার,
ইসরাইল তুমি ছিলে অস্তিত্বহীন, ভাসমান, ফেরারি উপচরবাসি।
ফিরে যাবে সেথায়,ফিরে যাও সেথায়,ঘনিয়ে এসেছে সময়,
উঠেছে তোমার ডংগা বেজে হয়েছে মৃত্যু জারি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
জন্ম;: ১৫-৬-১৯৬৬ ইং, রাজশাহী শহর, পেশা চাকুরী, (অ——-ব:) ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত।
বর্তমান স্থায়ী ঠিকানা: ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, মাদ্রাসা পাড়া, দক্ষিণ সালন্দর, ঠাকুরগাঁও সদর।( এই কবিতাটি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উদ্দেশ্যে লিখা হলো)