তুমি আমার পরম পাওয়া
-রানা জামান
∞∞∞∞∞∞∞∞∞∞
তোমায় দেখে হলাম উন্মন
নামের তালাশ নেইনি আগে,
তোমার কণ্ঠের ঝর্ণাধারায়
প্রেমের আবেগ মনে জাগে।
তোমার চলার দারুণ দোলায়
দিলের স্পন্দন কেবল বাড়ে,
দীঘল চুলের কস্তুরি ঘ্রাণ
দৃষ্টি আমার অঘোর কাড়ে।
কোন্ নামেতে ডাকবো তোমায়
যেই না ভাবনা আসলো মনে,
কত যে নাম ভাসছে চোখে
গাছের পাতায় সকল বনে।
পাহাড় বলছে ঘাড় দুলিয়ে
নামটা প্রিয়ার ঝর্ণার গমক,
মেঘের ভেলা বললো তখন
নামের আছে অনেক চমক।
সাগর বললো স্রোত থামিয়ে
নামটা জেনো মাতাল হাওয়া,
সকল নামেই মানায় তেমায়
তুমি আমার পরম পাওয়া।
∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি-
রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই প্রকাশিত হয়েছে।