মন কথা বলে কবির
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼∼∼
মন কত কথা বলে
নিজের ইচ্ছে মত চলে।
সর্বাঙ্গ দেহও যে চলে
মনের জোরে ও কলে।
মনের শক্তি দেহের শক্তি
দেহ করে মনকে ভক্তি।
মনের নেই মূল্য এক রত্তি
যদি না থাকে দেহের শক্তি।
মন ও দেহ পরিপূরক
মিলনে হয় জীবন সম্পূরক।
জীবন হয় সুন্দর ও নিছক
যদি হয় মিল মনের সূচক।
মন কথা বলে নীরবে
দেহ চলে তার গৌরবে।
দেহ চলে মনের অধীন
মন বাধাহীন একদম স্বাধীন।
মনকে যায়না ধরা সহজে
মন লুকিয়ে থাকে মগজে।
মনকে রাখতে পারো কবজে
যদি থাকে হৃদয়ের ভাঁজে।
মন কথা বলে নির্ভয়ে
মনের চোখ থাকে লুকিয়ে।
দেখে শুধু উঁকি দিয়ে
মন চলে দেহকে নিয়ে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা,
মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর।
স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,
উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ১৯টি। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা পান।উল্লেখ্য যে,সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।