প্রকৃতির মহিমা

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈≈

প্রকৃতি তার আপন খেয়ালে চলে

কখনো রৌদ্র, ছায়া, মেঘ ও বৃষ্টি,

কোথাও সাদা কালো নির্জনতায়

আলো আঁধারে ঢাকা অপূর্ব সৃষ্টি l

কোথাও শীত, গ্রীষ্ম, বর্ষা, বিরাজ

কখনো শান্ত, অশান্ত, ভৈরব নৃত্য,

আপন ভাণ্ডারে সজ্জিত সৃষ্টি সারি

তারই মহিমা প্রকাশে সাহসী কৃত্য l

প্রকৃতির দয়ার দানেতে সাগর নদী

বিস্তীর্ণ জলাভূমি ও শুকনো ডাঙা,

কোথাও বালুকারাশির পাহাড় স্তুপ,

কোথাও সৃষ্টি সারিতে জীবন ভাঙা l

মানুষ, প্রকৃতি, জীবজন্তু, বিশ্বময় —

আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য ও তারা,

পাহাড় পর্বত, ঝর্না ও গাছগাছালি,

কোথাও দ্বীপ, বিশাল বনের সাড়া l

তোমার মহিমা তুমিই প্রকাশ করো

অপরূপ নয়নে কেউ বা বলে সুশ্রী,

ভয়ঙ্কর দাবানল ও স্লাইক্লোন গতি

কোথাও রূপে মুগ্ধ, কোথাও বিশ্রী l

ভুবনমোহিনী তীরে তোমার কীর্তি

তুমি সৃষ্টি, স্থিতি, প্রলয় অগোচরে,

আকাশ, পাতাল, মর্তের সীমানায়

অপূর্ব সৃষ্টির অলৌকিক রূপ ঝরে l

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের আত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*