বিদ্রোহী নজরুল
-হাসান জামান
∞∞∞∞∞∞∞∞∞∞∞
তোমরা আমায় সেই কিশোরের গল্প বলো না
চোখ দুটো যার টানা টানা ঝাঁকড়া কালো চুল
সবাই যারে দস্যি বলে করলো ছলোনা
ঝরা পাতায় আনলো যে ঝড় ডানপিটে বুলবুল
লেটো’র দলের শ্রেষ্ঠ গুরু বিদ্রোহী নজরুল।
নদীর মতো যে কিশোরের চক্ষু ছলোছল
উদাস হয়ে ঘুরতো পথে ছুটতো বেতস বনে
বুকের ভেতর ভালোবাসার সাত সাগরের জল
ছড়িয়ে দিতো ঘুমের দেশে লক্ষ প্রতি জনে
তুফান দেখে উঠতো হেসে হতোনা চঞ্চল।
গভীর রাতে সবাই যখন ঘুমের নিঝুম পুরে
কয়েদখানায় শিকল নেড়ে করতো সেজে গান
বাউল বাতাস উঠতো দুলে তারই সুরে সুরে
আকাশ মাটি পাহাড় জলে বাজতো কলতান।
আত্মভোলা সেই না কিশোর আজ যে কত দূরে!
সবার আগে উঠলো জেগে ছুটলো যে দুর্বার
অন্ধকারের চক্রভেদী আনলো নবারন
বজ্রাঘাতে তক্তে তাউস কাঁপালো বারবার
জুলুমবাজের যাঁতাকলে জ্বালতে ফের আগুন
স্বদেশ মাতা সেই কিশোর আজ দাওনা উপহার।।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি হাসান জামানের প্রকৃত নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি ১৯৬৭ সালের ০৯ ই জানুয়ারি নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা মোছাঃ ওলিমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার।স্কুল জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে লেখালেখি করেন