রেমাল
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
∼∼∼∼∼∼∼∼∼∼
রেমাল এলো প্রলয় বেগে
রুদ্ররূপী তাণ্ডব রূপ,
বজ্রপাত বিদ্যুৎ নিয়ে বৃষ্টি
ঝরে ছন্দে অনুষ্টুপ।
প্রচন্ড গতিবেগে সমুদ্র উত্তাল
মনেতে জাগে ত্রাস,
ডাল ভেঙে হলো ক্ষতি
জমি করল গ্রাস।
দামাল হয়ে করল কামাল
তুলে ভীষণ ঝড়,
সেই ঝড়েতে কাঁচা বাড়ির
উড়লো ছাউনির খড়।
বিপর্যয় মোকাবেলা বাহিনী নামে
করতে সবে ত্রাণ,
হে ভগবান রক্ষা করো
যাইনা কারো প্রাণ।
রেমাল নামক সৃষ্ট ঘূর্ণিঝড়ে
শুধুই ধ্বংসলীলা চলে,
দুই বাংলার জলোচ্ছ্বাসে সর্বত্র
ফসল নষ্ট জলে।
শান্ত হলো দানব টর্নেটো
ধ্বংসলীলা সাঙ্গ করে,
হাহাকার করে সর্বহারার দল
দুচোখে অশ্রু ঝরে
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
বাংলা ভাষা এবং সাহিত্যকে ভালোবেসে কবিতা গল্প প্রবন্ধ পত্র উপন্যাস লিখতে থাকি। একক কাব্যগ্রন্থ চারটি।