প্রকৃতির রোষানল
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈
জন্ম নিল সাগর তলে, প্রসারিল দুই বাহু
ধেয়ে এল রেমাল ঘুর্ণিঝড় রূপে
আছড়াইল বঙ্গজনীর ঘরে ঢেউ।
বৃহৎ রাক্ষস রূপ!কুচকুচে কালো
করে দিল নিমেষে সবকিছুই এলোমেলো,
কয়েক হাজার বৃক্ষের মস্তক ভাঙিল–
ভাঙিল কয়েক হাজার সুখের ঘরবাড়ি,
তবুও তাহার শান্তি নেই,শত শত প্রাণ নিল কাড়ি।
নোনা জলে বরবাদ কয়েক শত বিঘে জমি,
গরীব ধনী নবীন প্রবীণ শিশুর কান্নার সাথে
কাঁদিল হাজার হাজার গাছপালা পশুপাখি।
প্রকৃতির রোষানল, বড়ই নিষ্ঠুর–!
সুখ তাহার নাহি সহে, ঘুর্ণী রূপে ঘুরপাক খায়,
প্রতি বছর কয়েক বার বঙ্গজনীর দোরে।
দিনরাত সদাই থাকে বাঙালি ভয়ে ভয়ে ঘরে,
বেসামাল রেমাল পরে কে আবার উঁকি মারে–!!
≈≈≈≈≈≈≈≈≈≈≈
ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি-
শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী
জন্ম-১৯৬৩ সাল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রাম।বর্তমান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা শহর।