শোষণ ফাঁদ
-মোঃ হাবিবুর রহমান
∞∞∞∞∞∞∞∞
তাবৎ শ্রমিক খাটিস দৈনিক
মানুষ বাঁচার তোরাই সৈনিক,
পয়সাটা কম থাকে না দম
কাজ করে দিস ঘন্টার অধিক।
এই জগতে সেই ভোর হতে
রক্ত ঘর্ম এক করেই যাস,
দিনের শেষে মরছিস কেষে
শ্রমের মূল্য থোরা-ই পাস।
নতুন যুগে মরছিস ভুগে
মালিক শ্রমিক সহোদর ভাই?
করছে ফন্দি নয় সুগন্ধি
শোষণের ফাঁদ বুঝ পুরোটাই।
পরের জন্য হচ্ছিস বন্য
আর কতকাল শ্রমটা দিবি?
চল একসাথে নাম রাস্তাতে
তোর পাওনা চল বুঝে নিবি।
শান দে ভোঁতায় দে রে হোথায়
শোষণের ভীত কাঁপিয়ে দে,
কাস্তে চালা কর রে ফালা
তোর শক্তি আজ মাপিয়ে দে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
কবি মোঃ হাবিবুর রহমান। জন্ম ১৯৬১ সনের ২৫ অক্টোবর, মাদারীপুর জেলার সদর উপজেলাধীন কুমড়াখালী গ্রামে। গ্রামেই বেড়ে ওঠা, গ্রামের পাঠ শেষ করে দর্শন শাস্ত্রে সম্মান ও এমএ ডিগ্রী অর্জন করি। ঈষাখাঁ’র রাজধানী সোনারগাঁয়ের মেয়ে বিয়ে করি। আমাদের একটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে চাকরি করেছি। অবসরে আছি। তাই, কবিতা ও গল্প লিখি। বর্তমানে ঢাকা শহরে শেওড়াপাড়া এলাকায় অবসর জীবন কাটাচ্ছি।