মহান স্বাধীনতা

-গোপাল বিশ্বাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈

স্বাধীনতা তুমি রক্তের হোলি

পাক সেনাদের হাতে,

বর্বরতার নিষ্ঠুর গণহত্যা ছিলো

পঁচিশে মার্চ রাতে।

ছাত্র – শিক্ষক, সাংবাদিক, গুণী

হাজারো জনতা মেরে,

বাঙালির স্বাধীনতা বর্বর জাতি

নিতে চেয়েছিলো কেড়ে!

ঐ নির্মম গণহত্যাকে নাম দিয়েছিলো

ওরা অপারেশন সার্চলাইট,

বাঙালির জীবনে ওটাই ছিলো এক

নির্মম ব্লাক নাইট।

ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে মুজিব

দিলেন স্বাধীনতার ঘোষণা,

ঝাঁপিয়ে পড়েন কোটি বাঙালি

জ্বালিয়ে মুক্তির রোশনা!

যুবক-যুবতি, আবাল-বৃদ্ধ জনতা

আক্রোশে ফেঁটে পড়ে,

দা-বটি,বন্দুক দেশীয় অস্ত্র নিয়ে

দুর্গ করে প্রতিটি ঘরে ঘরে।

সাহসী বাঙালির কঠিন প্রতিরোধ

আর ত্রিশ লক্ষ শহিদের প্রাণ,

আার চার লক্ষ মা-বোনের ইজ্জতের

বিনিময়ে এসেছিলো মুক্তির ঘ্রাণ।

দীর্ঘ নয় মাসে রক্তের স্রোতে ছিনিয়ে

আনা মহান স্বাধীনতা,

সন্তান হারা,স্বামী হারা আজ সেই

ছাব্বিশে মার্চ তিক্ত অভিজ্ঞতা।

সেই ছাব্বিশে মার্চের সোনালি প্রভাত

খুলে দিয়েছিলো মুক্তির দ্বার,

টেকনাফ থেকে তেতুলিয়ায় মোরা

তোমায় স্মরিবো বারবার।

সালাম জানাই বীর শহিদদের

আর কুর্ণিশ জাতির পিতা,

তোমাদের জন্য পেয়েছি দেশ- পতাকা

পেয়েছি মহান স্বাধীনতা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*