হঠাৎ কখনো হয় যদি দেখা

-নাজনীন আক্তার মুন্নী

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

অনেক বছর পরে

হঠাৎ কখনো হয় যদি দেখা —

পরিচিত কোনো জায়গায়

চিনতে পারবে কি আমায় ?

যদি চিনে ফেলো তাহলে অনুরোধ থাকলো

ভুলেও কখনো করো না প্রশ্ন

আমি কেমন আছি ?

আমার ভালো থাকার কারন গুলো কেড়ে নিয়ে

আমায় যদি জিজ্ঞেস করো

আমি কেমন আছি ?

শুনতে বড়ই হাস্যকর শুনাবে!

আমি তো ভালোই থাকতে চেয়েছিলাম

ভালো থাকার মন্ত্রও পেয়েছিলাম

হাসো অনেক হাসো – কথায় কথায় হাসো

এমন হাসি হাসো যেনো দুঃখরাও লজ্জা পায়

তার দুঃখ প্রকাশ করতে!

ঠোঁট দুটোও যেনো ভুলে যায়

তার কষ্টের কথা বলতে!

পরস্পরের না বলা অনেক কথা,

অনেক অভিযোগ, অনেক ভুল

বলার জন্যে বুক ফেটে যাবে

তবুও ভুলেও বলো না এ কথা

আমার তো কোনো দোষ ছিলো না

তবে কেনো ছেড়ে চলে গেলে ?

কারন এতটা বছর পর

কোনই গুরুত্ব থাকে না এসব কথার!

শুধু চোখ দেখে বুঝার চেষ্টা করো

আমি কেমন আছি !

ঠোঁট দেখে বুঝে নিও

এ ঠোঁট কি আজও হাসে ?

সব উত্তর পেয়ে যাবে

ঐ দুটি চোখে – ঐ দুটি ঠোঁটে

আর একটি অনুরোধ যাবার বেলায়

একটু সময়ের জন্য হলেও

চোখ বন্ধ করে উপলব্ধি করো

দীর্ঘ অবহেলায় নিজের জিনিসও একদিন

অন্যের দখলে চলে যায় !

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

আমি নাজনীন আক্তার মুন্নী। মুন্সীগঞ্জের মেয়ে এবং ঢাকার নিবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স-মাস্টার্স। ছোটকাল থেকেই বই পড়ার দারুন নেশা ছিল। সেই নেশা থেকেই লেখালেখির শুরু। ২০২১ সাল থেকে নিয়মিত একুশে বই মেলায় আমার বই প্রকাশিত হয়ে আসছে। আমার লেখা ও সম্পাদনায় বই গুলো হচ্ছে

কাব্যগ্রন্থ গুলো হচ্ছে

১: একক কাব্যগ্রন্থ – “আমার ক্যানভাসে তুমি” ও

“থাক না কিছুটা অপূর্ণতা” ।

২: উপন্যাস : মেঘের আড়ালে সূর্য

৩: সম্পাদনা : নির্জনে নিস্তব্ধতা ও পড়ন্ত বিকেল

৪: যৌথ গল্প : নির্জনে নিস্তব্ধতা, অণুগল্পের অনুরণন,

ডিসেম্বরের শহরে, একাত্তুরের বাংলা।

৫: যৌথ কাব্যগ্রন্থ : চেতনা, অনুভবে বায়ান্ন,

পড়ন্ত বিকেল ।

৬: ম্যাগাজিন : আলাপন

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*