বিজ্ঞানী হকিংসের মতে সভ্যতা ধ্বংসের পথে
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
পরিবেশকে রক্ষা করতে বৈঠক ডাকে ওরা,
বিশ্ব ব্যাংকের টাকা খসায়, বলে কত ছড়া।
শুনো সবাই বলি কথা পরিবেশ দিবসে_
দূষণ বাড়ছে চারিদিকে অক্সিজেন আজ শেষে।
কলকারখানা, গাড়ির ধোঁয়া বাড়ছে দেখি রাতদিন,
জঙ্গল কেটে সে জায়গাতে মানুষ খুঁজলো সুদিন।
কিন্তু এখন সংকট বড় পরিবেশ বাঁচানো,
সবাই এখন বলছে কথা বড্ড মন বোঝানো।
ঘটা করে অনেকে তো গাছ দান করতে ব্যস্ত,
বৃক্ষ ছেদন তবু কমছে? চলছে সে কাজ মস্ত।
সম্ভব নাকি দূষণ রুখা বিলাসিতায় থেকে?
এসি গাড়ি ঠান্ডা মেসিন আর ফ্রিজ সাথে রেখে?
এসব কিছু সূর্য দেখে বাঁকা চোখে চেয়ে,
পতন এবার সত্যি হবে বলে তপ্ত চোখে।
কিন্তু একটা শ্রেণি আছে সদা থাকে ব্যস্ত,
কি করে ভাই আরো লুটবে? এটাই সুযোগ মস্ত।
ভূগর্ভের জল নিয়ে তারা দারুণ ব্যবসা করে,
অনেক মানুষ এই গরমে ঠান্ডা খেয়ে মরে।
কৃষি ক্ষেত্রে জল সংকট, আজ পানীয় জলে টান,
জল অপচয় রুখবে কে আজ? কে বাঁচাবে ভাই প্রাণ?
সর্বোপরি এই সভ্যতা ধ্বংস হওয়ার পথে,
বিজ্ঞানী টি ছিলেন হকিংস বিশ্বাসী এই মতে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।