ন্যায়ের বিরুদ্ধে

-অভিজিৎ হালদার

ººººººººººººººººººº

ন্যায়ের বিরুদ্ধে যাবে আমাদের অভিমত

ভাষার বিরুদ্ধে যাবে আমাদের উজ্জ্বল দিন

বড় বড় সব রাজভবনের সামনে মানুষের শোভাযাত্রা

ভাষা হারিয়ে পথভ্রষ্ট হবে নিমেষেই।

ইতিবৃত্ত বাসনা বিস্ফোরিত সমাজ বলবে কী ন্যায়ের কথা !

তবুও আমরা ন্যায়ের বিরুদ্ধে যাবো ভাষার বিরুদ্ধে যাবো

বাসস্থান হারিয়ে বাসস্থান গুড়িয়ে।

হাতে হাতে সংকোচের রেখাচিত্র বদনাম ভরা

সংবাদ নেই শিরোনামে শুধু শুধু বৃথা বিজ্ঞাপনে ভরা।

ন্যায়ের বিরুদ্ধে যাবে আমাদের অভিমত

ভাষার বিরুদ্ধে যাবে আমাদের চেতনার আগামী পথ

নদীর উচ্চভূমি পেরিয়ে বাস্তুহীন অচীন পাখি দিয়ে যায় গভীর সমুদ্রে ফাঁকি…

ছলনা নয় অভিনয় নয় এটাই বাস্তব ছবি।

আমরা ন্যায়ের বিরুদ্ধে যাবো

আমরা ভাষার বিরুদ্ধে যাবো

এটাই আমাদের বাবুয়ানা।

প্রদীপের নিচে জমে থাকে অজস্র দুঃখের কালি

যে প্রদীপ ন্যায়কে পুড়িয়েছে

সে প্রদীপ কখনো দিতে পারে না আলো

উপড়ে পড়া গাছ বাঁচে না , কিন্তু ভেঙে যাওয়া গাছ আবার নতুনরূপে বিকশিত হতে চাই

ন্যায়ের বিরুদ্ধে কিংবা ভাষার বিরুদ্ধে।।

ººººººººººººººººººº

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।

পিতা:- কার্ত্তিক হালদার

মাতা:- আরতি হালদার

শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।

লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।

লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।

বই:- “প্রথম আলো”(২০২১)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*