বিশ্বাস ও সৎকর্ম
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈
সর্বেসর্বা স্রষ্টার একত্ববাদে রাখি সুদৃঢ় বিশ্বাস,
সৎকর্মে হয় যেন লীন জীবনের প্রতি নিঃশ্বাস।
দৃঢ় বিশ্বাস ও সৎকর্মে আছে জীবনের পুণ্যতা,
যথাযথ কর্ম সাধনে আছে ভব জীবনে পূর্ণতা।
স্রষ্টাকে স্মরণ করি প্রত্যুষে বাহির নিত্য কামে,
গোধূলিতে ঘরে ফিরি পবিত্র মনে স্রষ্টার নামে।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সততা মানবতার কথা বলি,
সারাদিন ধ্যানেজ্ঞানে প্রার্থনা ভালো হয়ে চলি।
সদা সত্যকথা বলি সৎপথে চলি সৎকর্ম করি,
মানুষকে ভালোবাসি সৃষ্টিকে ভালোবাসি মরি।
কখনো মিথ্যা না বলি অনৈতিক পথে না চলি,
বিবেকে যেন না যায় ভুলি রিপু তাড়নায় দলি।
কারো হক নষ্ট না করি, আমানত নষ্ট না করি,
এক স্রষ্টা এক পৃথ্বী এক মানুষ বিশ্বাসে স্মরি।
দয়াশীল ক্ষমাশীল স্রষ্টা সৎকর্মেই বিরাজমান,
সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তার সাক্ষ্যদান।
স্বজনরে যেন নিজের মত ভালো জানি ধরায়,
কভুও কারো সহিত দুর্ব্যবহার না করি কথায়।
অতিরিক্ত মজুদ না করি, অতি লাভ না খুঁজি,
সত্য সুন্দর শান্তি কল্যাণকর কর্মকে ধর্ম বুঝি।
দুর্বলে মানবতার হাত স্বরূপে স্রষ্টার মনে নেবা
জীবন সাধনের বড় সাধন পিতা-মাতার সেবা।
যদি স্রষ্টাতে রাখি বিশ্বাস করি মানুষে সৎকর্ম,
দিবেন স্বর্গসুখ দোজাহানে, শাশ্বত ধর্মের মর্ম।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।