ভাষা শহীদ
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼
রক্তের দাগ এখনো তেমনি মননে
মাতৃভাষায় বিক্ষত জলছবি
তাঁদের সেই অখণ্ড সাহসিকতা
চিরদিনের জলন্ত দুন্দুভি।
কোন্ বেয়নেট এত শক্তি রাখে
ওঁদের পাঁজরে বর্ণের কোলাকুলি ,
বর্ণদ্রোহী কেড়ছে যদিও বাক্ মূল
রক্তস্বাক্ষরে অক্ষত নিজ বুলি।
ওঁরা আঁকড়ে ধরে মায়ের আধো স্বর
কুচক্রীদের হননে রক্তে মাখা ,
ওঁদের অর্জনে বাংলা মায়ের উঠোনে
অমর সেই সংগ্ৰামী স্বরদীক্ষা।
উনিশ কিংবা একুশের নেই ভেদ
মায়ের বুলি তো সকলের চাওয়া সুখ,
যাঁদের আত্মদহনে পল্লবিত
নিদ্রিত তাঁরা ঘুম ভাঙাতেই জাগরুক।
“ভাষা শহীদ স্টেশন শিলচর”জয়তিলক
ওঁদের নামের সুরভি বিলায় উদয়াস্ত
শেষ অক্ষর উচ্চারণের সেই গোঁঙানি
বোঝালো লড়াই নয় শত্রুই পর্যুদস্ত।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।