জীবন যন্ত্রণা/বিলাপ
-বিনয় জানা
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
বাস করে পিঠোপিঠি এক, দুই, তিন,
চার গেছে সেই কবে সব ফেলে রেখে,
বলে গেছে-“ফিরবে না আর কোনো দিন”!
বিনা দোষে সাজা, পাষাণ চেপেছে বুকে!
তালি মারা সংসারে কেউ নেই সুখে,
ঘরের ভিতরে ঘর নিষেধ প্রাচীরে
অজুহাত জঞ্জাল জমা চারদিকে;
অশান্তি আগুন জ্বলে কোটরে কোটরে!
বিষবৃক্ষ পুঁতেছে শিকড় বহুদূর,
মাটি শুষে ছুঁতে চায় আকাশের তারা,
কেটে দেয় জীবনের তাল লয় সুর
অসহায় দেখি সব বন্ধন হারা!
তুমিই বেঁচেছ বন্ধু, পৌঁছে মধুপুরে,
পল পল মরছি গো পোড়া সংসারে!
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা
গ্রাম: বাড়সুন্দরা
পোস্ট: ঈশ্বরদহ জালপাই
জেলা: পূর্ব মেদিনীপুর
পিন: ৭২১৬৫৪
অবসর প্রাপ্ত Dy. Manager (Safety), NTPC, Kahalgaon, Bhagalpur, Bihar। মূলত বাংলা সাহিত্যের একজন পাঠক। জীবন পথের প্রতি পদক্ষেপে যা যা দেখেছি, সেটাকে কবিতার ভাষায় লেখার চেষ্টা মাত্র।