মিছেই সব প্রতিশ্রুতি

-নাজনীন আক্তার মুন্নী

≈≈≈≈≈≈≈≈≈≈

আমি তো বেশী কিছু চাইনি

শুধু একটু ভালোবাসাই তো চেয়েছি !

আমি তো বেশি কিছু আশা করিনি

শুধু আমার প্রতি একটু মনোযোগই চেয়েছি!

ছোট্ট একটি রেস্টুরেন্টের টেবিলে বসে

তোমার দেওয়া সেদিনের সেই প্রতিশ্রুতি

এত তাড়াতাড়ি সব ভুলে গেলে?

আমি তো সব সময়েই চেয়েছিলাম

ফুৎপাতের ধারে এক রেস্তোরাঁয়

দুজনে মুখোমুখি বসে

চায়ের কাপে ধোঁয়া উড়িয়ে

জীবনের সুন্দর মুহুর্ত গুলো কাটাতে !

আমি তো চেয়েছিলাম রিক্সায় পাশাপাশি বসে

এই জ্যামের শহরকে আর্শীবাদ সরূপ ভাবতে!

আমি কি খুব বেশী কিছু চেয়েছিলাম তোমার

কাছে?

তুমি হাতটা বাড়িয়ে দিয়েছিলে বলেই তো

আমি হাতটা ধরেছিলাম!

কেন রাখলে না কথা ?

কেন দিলে এ মনে ব্যথা !

এ কেমন ভালোবাসা ?

যে ভালোবাসায় বসত করে প্রতি মুহুর্তে

ছেড়ে যাবার আশংকা !

এ কেমন প্রতিশ্রুতি ?

যে প্রতিশ্রুতি সময়ের সাথে সাথে ফিকে হয়ে

যায় !

ভুলিয়ে দেয় অপেক্ষা করার আকুতি !

হায় রে সময় !

এ কেমন সময় ?

সময়ের সাথে সাথে যা হারিয়ে দেয়

সব ভালোবাসা ! সব অনুভূতি !

আমি কি কিছুই দেয়নি তোমায় ?

সত্যি করে বলো তো

তুমি কি থাকতে পারবে ভালো

চিরতরে ভুলে আমায় ?

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

আমি নাজনীন আক্তার মুন্নী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স-মাস্টার্স। মুন্সীগঞ্জের মেয়ে, থাকি ঢাকার মিরপুরে। ছোটবেলা থেকেই আমার বই পড়ার সাংঘাতিক নেশা ছিল। সেই নেশা থেকেই গল্প কবিতা উপন্যাস লেখার আগ্রহ জাগে। ২০২০ সাল থেকেই বাংলা একাডেমির একুশে বই মেলায় আমার বই প্রকাশিত হতে থাকে। সেই ধারাবাহিকতায় প্রতিবছর বই মেলায় বই প্রকাশ হয়। এই পর্যন্ত প্রকাশিত আমার একক ও যৌথ গল্প ও কাব্যগ্রন্থ গুলো হচ্ছে

একক কাব্যগ্রন্থ – “আমার ক্যানভাসে তুমি” ও

“থাক না কিছুটা অপূর্ণতা” ।

উপন্যাস : মেঘের আড়ালে সূর্য

সম্পাদনা : নির্জনে নিস্তব্ধতা ও পড়ন্ত বিকেল

যৌথ গল্প : নির্জনে নিস্তব্ধতা, অণুগল্পের অনুরণন, ডিসেম্বরের শহরে, একাত্তুরের বাংলা।

যৌথ কাব্যগ্রন্থ : চেতনা, অনুভবে বায়ান্ন, পড়ন্ত বিকেল ।

ম্যাগাজিন : আলাপন

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*